skip to Main Content
উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “পাওয়া অব শি” এবং “আর্টিস্ট ক্লাব লিমিটেড” যৌথভাবে আয়োজন করছে “উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৫”। ১১ ও ১২ মার্চ বনানীর আর্টিস্ট ক্লাবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই এক্সিবিশন।

এই অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ঐতিহ্যবাহী পণ্যের প্রচার এবং নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসচেতনতা নিয়ে বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এই সামিট অ্যান্ড এক্সিবিশনের মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা, তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় শিল্পের প্রসার ঘটানো। এছাড়াও, স্লো ফ্যাশন, আপসাইক্লিং এবং ঐতিহ্যবাহী টেক্সটাইল (যেমন মসলিন, জামদানি, মণিপুরী বয়নশিল্প) নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা থাকবে।

প্রদর্শনী ও সেমিনার:
এই আয়োজনে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি, নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনামূলক সেমিনার থাকবে। বিশেষজ্ঞরা সহজে ব্যাংকিং সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেবেন। প্রদর্শনীতে অংশ নেবে বিবিয়ানা, আজুরা বাই শান্তা কবিরসহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহ।

“পাওয়া অব শি”- এই আয়োজনে একজন নতুন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে স্টল প্রদান করা হবে। নতুন উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে “পাওয়া অব শি” তাদের প্রতিটি আয়োজনেই এই ধরনের সুযোগ দিয়ে থাকে।

অনুষ্ঠানের সেশন ও অতিথিবৃন্দ:
অনুষ্ঠানটি দুই দিনব্যাপী চারটি সেশনে অনুষ্ঠিত হবে।
• প্রথম সেশন (১১ মার্চ, দুপুর ১২টা) – উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি: লিপি খন্দকার (ফ্যাশন ডিজাইনার, বিবিয়ানা, সিগনেচার বাই লিপি খন্দকার), ফারজানা আহমেদ (মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন) ও সাইফুর রহমান (হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ)। সঞ্চালক: ফারজানা করিম।
• দ্বিতীয় সেশন (১১ মার্চ, দুপুর ২টা) – নারীর শারীরিক স্বাস্থ্য। অতিথি: প্রফেসর ডা. লায়লা বানু (চীফ কনসালটেন্ট, অবস ও গাইনি, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল) ও ডা. বিউটি রানি রায় (গাইনোকলজিক্যাল ল্যাপারস্কপিক ও হিস্টোরোস্কপি সার্জন, সিনিয়র কনসালটেন্ট, ওজিএসবি হাসপাতাল ও আইআরসিএইচ)। সঞ্চালক: সুমায়া হোসেন।
• তৃতীয় সেশন (১২ মার্চ, দুপুর ১২টা) – “অনুপমা: তুমি গড়বে দেশ”। অতিথি: কামরুল মেহেদী (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেড অব এসএমই, সিটি ব্যাংক পিএলসি) ও সাবেরা আনোয়ার (উদ্যোক্তা, গোদেশী)। সঞ্চালক: সঙ্গীতা খান।
• চতুর্থ সেশন (১২ মার্চ, দুপুর ২টা) – নারীর মানসিক স্বাস্থ্য সচেতনতা। অতিথি: ডা. সিফাত ই সাইদ (মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ, ঢাকা)। সঞ্চালক: আইভী মামুন।

“উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৫” নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের উদ্যোগকে এগিয়ে নিতে দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা সম্পর্কিত আলোচনা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সফল নারী উদ্যোক্তারা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই আয়োজনে অংশ নেবেন। “পাওয়া অব শি” ও “আর্টিস্ট ক্লাব লিমিটেড” আশা করছে, এই আয়োজন নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top