শনিবার (৩১ মে ২০২৫), বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭২তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের হায়দরাবাদে। তাতে সবাইকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করেছেন থাইল্যান্ডের তরুণী ওপাল সুচাতা।

মিস ওয়ার্ল্ড ২০২৫ ওপাল সুচাতা
মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ওয়েবসাইটসূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে , দ্বিতীয় রানারআপ পোল্যান্ডের মায়া ক্লাইদা এবং তৃতীয় রানারআপ মার্টিনিকের অরেলি জোয়াকিম । মহাদেশভিত্তিক শীর্ষ রূপসীর স্বীকৃতিস্বরূপ তারা তিনজন যথাক্রমে অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড আফ্রিকা, মিস ওয়ার্ল্ড ইউরোপ ও মিস ওয়ার্ল্ড ক্যারিবিয়ানের খেতাব।

ওপাল সুচাতা
অন্যদিকে মিস ওয়ার্ল্ড এশিয়া হয়েছেন ফিলিপাইনের কৃষ্ণা মারি গ্রাভিদেজ, মিস ওয়ার্ল্ড আমেরিকাস ব্রাজিলের জেসিকা পেদ্রোসো এবং মিস ওয়ার্ল্ড ওশেনিয়া অস্ট্রেলিয়ার জেসমিন স্ট্রিঙ্গার। উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আকলিমা আতিকা কনিকা।

মিস ওয়ার্ল্ড ২০২৫-এ অন্যান্য খেতাবজয়ীদের সঙ্গে ওপাল সুচাতা
মিস ওয়ার্ল্ড ২০২৫ হিসেবে নিজের প্রথম বার্তায় ওপাল সুচাতা থাইল্যান্ডের প্রতি অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ’এটি কোনাে ব্যক্তিগত বিজয়ই শুধু নয়, নিজেদের দেখাতে, শোনাতে এবং পরিবর্তন ঘটাতে চাওয়া প্রতিটি তরুণীর স্বপ্ন ভাগাভাগি করে নেওয়ারই উপলক্ষ্য।’
- ক্যানভাস অনলাইন
ছবি: মিস ওয়ার্ল্ড অফিশিয়াল ওয়েবসাইট ও অন্যান্য

