হরাইজন
ওয়ারদাহ ইন্সপায়ারিং বিউটি
ছাত্রী, গৃহিণী কিংবা কর্মজীবী নারী- সবাই আজকাল রূপ ও ফ্যাশন-সচেতন। এসব বিষয়ে সবার জানার আগ্রহও বেশি। তাই ওয়ারদাহ কসমেটিকস আয়োজন করে আসছে অনলাইনে ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক অনুষ্ঠান ‘ওয়ারদাহ ইন্সপায়ারিং বিউটি’। প্রতি মাসের যেকোনো শুক্রবার দুপুরে। দুজন বিশেষজ্ঞ অতিথি থাকেন এই অনুষ্ঠানে। উপস্থিত দর্শকের পাশাপাশি ফেসবুক কিংবা টেলিফোনে যে কেউ ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে প্রশ্ন করতে পারেন। অতিথিরা নিজ নিজ ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন এই অনুষ্ঠানে। ওয়ারদাহ বিশ্বাস করে, যেকোনো নারীর সৃজনশীলতাই তার মৌলিক সৌন্দর্য। বাংলাদেশে ওয়ারদাহ কসমেটিকসের একমাত্র অফিশিয়াল অংশীদার সাইমন অ্যানমি। অনুষ্ঠান শেষে সাইমন অ্যানমির চেয়ারম্যান, উদ্যোক্তা সাইমন ইমরান হায়দার অতিথিদের ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন ও উপহার দেন।
অ্যালকোহল ও পশুর চর্বিমুক্ত, প্রাকৃতিক ভেষজ উপাদানসমৃদ্ধ ওয়ারদাহ কসমেটিকসের রয়েছে তিন শর বেশি সৌন্দর্যপণ্য।
গুচির সাগা স্নিকার
হালের ফ্যাশনের সঙ্গে স্ট্রিট স্টাইলকে যূথবদ্ধ করেছে সাম্প্রতিক সময়ের স্নিকারগুলো। সেসব দেখতে যেমন হালকা, পরতেও বেশ আরামদায়ক। তবে কিছু মানুষ এখনো খুঁজে বেড়ান ভারী, জাঁকজমক স্নিকার। কেউবা তাদের পছন্দের তালিকায় রেখেছেন হাতে বোনা কাপড়ের তৈরি স্পোর্টিং স্নিকার।
স্নিকারের বাজারে গুচির নামডাক আছে। ব্র্যান্ডটি এবার বাজারে এনেছে সাগা স্নিকার। অবশ্য যারা খুব হালকা নকশাদার অথবা স্পোর্টিং স্নিকার পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য নয় এগুলো। কেননা এ স্নিকারগুলো বেশ ভারী ও নকশাদার। এতে জুড়ে দেওয়া হয়েছে দামি রত্নপাথর। তবে সরাসরি জুতায় সেঁটে দেওয়া হয়নি, আলাদা লেইস তৈরি করা হয়েছে দামি রত্ন বসিয়ে। লেইস জুড়ে দেওয়া হয়েছে জুতার উপর।
তবে জুতা পরে আরামের হেরফের হবে না। এতে ব্যবহার করা হয়েছে চামড়া। মোট ছয়টি ভিন্ন রঙে বাজারে এসেছে সাগা স্নিকারগুলো। প্রতি জোড়ার দাম ১ হাজার ৪০০ ডলার।
বারবেরির চেকহীন ব্যাগ
বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড বারবেরির পণ্যসম্ভারে রয়েছে। জুতা, বেল্ট, ব্যাগ, ওয়ালেট, ট্রাভেল ট্রলি ইত্যাদি। তবে কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি এই ট্রেন্ড থেকে সরে এসেছে। চেকের পাশাপাশি চেকবিহীন কিছু প্রডাক্ট ডিজাইন করছে। বারবেরি এখন প্রাধান্য দিচ্ছে বেল্ট ব্যাগের ওপর। এটি অফিস ব্যাগ হিসেবে বেশি জনপ্রিয়তা পেয়েছে। যারা চেক বাদ দিতে চান, তাদের জন্য বারবেরির নতুন এই পণ্য উৎসাহব্যঞ্জক বটে।
চেকহীন এই নতুন ব্যাগ আকারে বড় এর ভেতরে অনেক জায়গা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাগগুলো সহজে বহন করা যায়। কেবল অফিস নয়, কলেজ, ভার্সিটি, মিটিং কিংবা গেট টুগেদার পার্টিতেও অনায়াসে এটি সঙ্গী হতে পারে। ব্যাগ ছাড়াও পার্স, জুতা, স্যান্ডেল, ড্রেস, কোটসহ অনেক কিছুই এখন পাওয়া যাবে চেকবিহীন। ছোট, মাঝারি বিভিন্ন আকারের ব্যাগ পাওয়া যাবে। দামেও ভিন্নতা রয়েছে। ছোট আকারের চেকহীন বেল্ট ব্যাগ মিলবে ১ হাজার ৯৯০ ডলারে। বড় ব্যাগের দাম পড়বে ২ হাজার ২৯০ ডলার।