skip to Main Content

ফিট চেক I মুভি ডেট ড্রিপ

দ্য আলটিমেট মুভি ডেট লুক। কোজি ক্যাজুয়াল প্রাণিত, কিন্তু এফোর্টলেসলি ফ্লার্টি। বড় স্ক্রিনে রম-কম চলুক কিংবা থ্রিলার—প্রিয় মানুষের নজর পুরো সময়টা নিজের দিকে ধরে রাখতে। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে

 মুভি ডেট মানেই ক্যাজুয়াল ভাইব। তাই খুব বেশি ফরমাল কিছু না পরাই ভালো। এ ক্ষেত্রে সেরা অপশন হতে পারে ওয়্যারড্রোবের সবচেয়ে কিউট টপটা। সঙ্গে জিনসের জোড়। লুজ ডেনিম কিন্তু খুব চলছে এখন
 মুভি থিয়েটারের ঠান্ডার ব্যাপারটা মাথায় রেখে সঙ্গে নেওয়া যেতে পারে লেয়ারিং উপযোগী শ্রাগ, পাতলা জ্যাকেট কিংবা ব্লেজার, লেইড ব্যাক কুল গার্ল লুক মিলবে এতে
 অ্যাকসেসরিজের ক্ষেত্রে আরামদায়ক জুতা ইজ আ মাস্ট হ্যাভ। মাথায় পরা যেতে পারে কিউটি হেডব্যান্ড। হাতে দু-একটা ডেন্টি ব্যাঙ্গেল। সঙ্গে থাক ছোট পার্স। ফোন, কিছু ক্যাশ আর টিকিটটা তো পুরতে হবে কোথাও।

 ফ্যাশন ডেস্ক
মডেল: বুশরা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top