ফোকাস I শৈত্য সৌন্দর্যে
শীত এলে উষ্ণতার পারদ খানিকটা নেমে আসামাত্রই ত্বকে নানা সমস্যা উঁকি দেয়। এসব থেকে সমাধানের পথ সহজ, কার্যকরও বেশ
শুরু হয়ে গেছে শীতের আনাগোনা। তাপমাত্রার তারতম্য টের পাওয়া যায় একটু খেয়াল করলেই। তা সবার আগে জানান দেয় ত্বক। কারণ, এ সময়ের শুষ্ক বাতাস এর স্বাভাবিক আর্দ্রতা শুষে নিতে শুরু করে। ফল—ত্বক হারায় কোমলতা, হয়ে ওঠে শুষ্ক, দেখায় প্রাণহীন। আর এই অবস্থায় কোনো সুরক্ষাকবচ ব্যবহার না করলে তা সহজে ফুটে ওঠে ত্বকে। শুষ্ক, সাদা ফাটা ভাব উঁকি মারে ইতিউতি। সঙ্গে যোগ হয় অস্বস্তিকর টান টান অনুভূতি। আর এগুলো থেকে বাঁচতে শীতের শুরু থেকে চাই বাড়তি পরিচর্যা। ব্যবহার করা চাই এমন কিছু, যার কোমল স্পর্শে ত্বক হয়ে উঠবে ভেতর থেকে পরিপুষ্ট। বাইরে থেকে দেখাবে সজীব, কোমল আর মোলায়েম।
শীতে ত্বকের যত্নে বহুল ব্যবহৃত বডি লোশন। কার্যকরও বটে। উপাদান হিসেবে কোকোয়া বাটার, অ্যালোভেরা ব্যবহৃত হয়েছে এমন বডি লোশনগুলো এ সময় বেশ ফলপ্রদ। আর্দ্রতা জোগানোর জন্য অন্য যেকোনো উপাদানের চেয়ে কোকোয়া বাটারকে এগিয়ে রাখেন বেশির ভাগ ব্যবহারকারী। কারণ, এটি দ্রুত ত্বকের গভীরে পৌঁছে যায়। আটকে রাখে আর্দ্রতা। দীর্ঘ সময়ের জন্য। আর পুষ্টি তো জোগায়ই। অন্যদিকে অ্যালোভেরা ত্বককে করে নরম, কোমল। পাশাপাশি ত্বকের বাইরে তৈরি করে প্রতিরক্ষামূলক আস্তরণ, যা আর্দ্রতাকে বেরিয়ে যেতে দেয় না। চেহারায় আসে সতেজতা। আর বাড়তি সংযোজন হিসেবে বডি লোশনে মনভোলানো সুগন্ধি যদি থাকে, তাহলে তো কথাই নেই। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের আত্মবিশ্বাসে আরও আকর্ষণীয় দেখাবে শীতজুড়ে।
