ফ্রম ফ্যাশন উইক I মর্নিং-আফটার মাসকারা
প্যারিস ফ্যাশন উইকে প্রথমবারের মতো দেখা গিয়েছিল চোখের এই সাজ। তারপরই বাজিমাত! আন্তর্জাতিক বিউটি ট্রেন্ডে যে লুক সোশ্যাল মিডিয়ায় দাবড়ে বেড়াচ্ছে, সেটি ‘মর্নি-আফটার মাসকারা’। স্মাজি, লিভ-ইন; একটু গ্রাঞ্জি ভাইব। যেন আই মেকআপ নিয়েই ঘুম, আর সেখান থেকে সোজা রানওয়েতে। মেকআপ বিশেষজ্ঞদের মতে, এটি কন্ট্রোলড ক্যাওজ। যেখানে চোখের চারপাশের হালকা এলোমেলো ভাবটাই আসল সৌন্দর্য। এটি এখন পুরোপুরি স্টাইলড অ্যাসথেটিক। ইচ্ছা করে মাসকারা সামান্য স্মাজ করে, জাস্ট ওক-আপ ভাইব তৈরি করা হচ্ছে। অবশ্য সমালোচনাও কম নয়। অনেকে একে যুক্ত করছেন স্কিন হাইজিনের সঙ্গে। রাতের মাসকারার অবশিষ্টাংশ পরদিন সকালে পরিষ্কার করা চোখের জন্য জরুরি; না হলে হতে পারে ইরিটেশন, ক্লগড ল্যাশ ফলিকল বা সংক্রমণ। কিন্তু এই লুকের ট্রেন্ড সে কথা অমান্য করছে স্পষ্টভাবে।
ক্রিমি বা অয়েল বেসড মাসকারা, যা ন্যাচারালি সুন্দরভাবে স্মাজ হয়, এমন একটি এই সাজের জন্য মাস্ট। আপার-লোয়ার ল্যাশে মাসকারা লাগিয়ে নিচের লাইন হালকা আঙুল বা স্মাজ ব্রাশ দিয়ে ছড়িয়ে দেওয়া চাই। এরপর ল্যাশ লাইনের খুব কাছে সফট ডার্ক আইলাইনার ব্লেন্ড করলে পাওয়া যাবে কাক্সিক্ষত স্মোকি ফিনিশ। আর বাকি মুখটা থাকতে পারে হালকা; যেন সব মনোযোগ কেড়ে নেয় দুই চোখ!
বিউটি ডেস্ক
মডেল: সিনথিয়া
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
