skip to Main Content
দুর্গাপূজা ঘিরে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় বিশেষ ভোজ

আসন্ন দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে অতিথিদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত হোটেলটি দুটি ঐতিহ্যবাহী থালি এবং নিয়মিত বুফে ডিনারে বিশেষ মিষ্টির ব্যবস্থা করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, অতিথিরা দুটি ভিন্ন ধরনের ‘পূজা থালি’র মাধ্যমে একটি সমৃদ্ধ ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিতে পারবেন। এই থালিগুলো বিশেষভাবে সাজানো হবে। এর মধ্যে একটি হলো ভেজ থালি, যার মূল্য ১,৫০০ টাকা; অন্যটি নন-ভেজ থালি, যার মূল্য ২,৫০০ টাকা। প্রতিটি থালি উৎসবের আসল স্বাদ ফুটিয়ে তোলার জন্য ঐতিহ্যবাহী রেসিপি ও মসলা ব্যবহার করে তৈরি করা হবে। এ ছাড়াও এতে থাকবে স্থানীয় মিষ্টির সুস্বাদু সম্ভার, যা খাবারের পূর্ণতা দেবে।

প্রতিটি থালি দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণে তৈরি করা হবে, যা পরিবার ও বন্ধুদের একত্রিত হয়ে উৎসব উদযাপনের একটি চমৎকার সুযোগ করে দেবে।

বিশেষ থালি ছাড়াও, বুফে ডিনারও (জনপ্রতি ৩,৬৯৯ টাকা, সকল খরচসহ) উৎসবের আমেজে সাজানো হয়েছে। বুফে ডিনারে পূজা স্পেশাল মিষ্টি থাকবে, যা উৎসবের পরিবেশকে আরও মধুর করে তুলবে। এ ছাড়াও, নির্বাচিত কিছু ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে একটি ফ্রি’ (B1G1) অফারটি প্রযোজ্য। ৫ বছরের নিচের শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে বিনামূল্যে খাবার গ্রহণ করতে পারবে এবং ১২ বছরের নিচের শিশুরা বুফে ডিনারে পাবে ৫০% ছাড়।

গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা কর্তৃপক্ষের ভাষ্য, ‘দুর্গাপূজা অপার আনন্দ ও উদযাপনের সময়। আমরা আমাদের অতিথিদের জন্য বাংলার উৎসবের স্বাদ নিয়ে আসতে পেরে আনন্দিত। আমরা এমনভাবে মেনু ডিজাইন করেছি যেন এটি উৎসবের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে এবং একটি স্মরণীয় খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করে। আমরা সবাইকে তাদের প্রিয়জনদের নিয়ে আমাদের এখানে এসে উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে +৮৮ ০১৭৮৭৬৭৯০৯০ নম্বরে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top