পোর্টফোলিও I সহজিয়া সুতি
শাড়ি হয়ে উঠেছিল আনুষ্ঠানিক পোশাক। আলমারির তাকে জায়গা করে বসেছিল জমিয়ে। সেখান থেকে মিলেনিয়াল আর জেনারেশন জেডদের পাল্লায় পড়ে একদম ক্যাজুয়ালে সমাপন। ইস্তিরির বালাই নেই। দরকার নেই টানটানের। একদম নিজের মতো করে আপন মনে আলগা হাতে গায়ে জড়ানোর গ্রামার। বাহুল্যতার বিদায়। সামান্যে জুতসই। আনকোরা স্টাইলিং। নিত্যদিন নিরীক্ষায় শাড়ি ফ্যাশন ফাইল
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
যাত্রা
সুতোয় বোনা কারুকাজ। মনের মাধুরী মেশানো মোটিফ। আঁচলে আনকোরা স্টাইলিং। গাঢ় দুই রঙে ধরণি প্রেমের উদ্ভাসন
মডেল: তৌহিদা ও নাভিলা
মায়া
ক্ল্যাসিক আর কনটেম্পরারির বন্ধন। নরম সুতোয় বোনা। মোমবাটিকের মাধুকরী রূপ। পরার ঢং নিয়ে নিরীক্ষা দারুণ রকম
মডেল: শাকিরা ও নাভিলা
খুঁত
কড়কড়ে হাত তাঁতের শাড়ি। আলগোছে আরামের আহ্বান। কালার প্যালেট থেকে নেওয়া মায়া আর কোমলতার সহাবস্থান
মডেল: তৌহিদা ও নাভিলা
সুকন্যা
সুই–সুতোয় মুনশিয়ানা শতভাগ। টেকসই তত্ত্ব সমাচার। বিলাসে বর্ণিল। ক্যাজুয়াল। আটপৌরে; কিন্তু ইন ট্রেন্ড
মডেল: তৌহিদা ও শাকিরা
ভূমিসুতা

ধরণির প্রতি প্রেমের আখ্যান। শতভাগ সুতিতে সৌন্দর্যের বয়ান। সহজ–সরল স্টাইলিং ধারণা। ম্যাক্সিমাম মিনিমালিজম যাকে বলে
মডেল: শাকিরা ও নাভিলা
