রাশি I সুন্দর সময়ের ছক
তুলা
সময়টা একটু বৈরী যাচ্ছে বৈকি, তাতে মনভার করে বসে থাকবেন না যেন। এবার সুদিন এলো বলে। সেই সময়ের জন্য নিজেকে তৈরি রাখুন, ম্যালা কাজ সেরে ফেলা দরকার। পাওনা টাকা হাতে আসার যোগও রয়েছে। সব মিলিয়ে সমপরিমাণ ভালো ও মন্দ মেশানো একটি মাস উপভোগ করবেন।
বৃশ্চিক
মনের কথা সরাসরি বলার ক্ষমতা সবার থাকে না। সে ভালো কথা হোক কিংবা মন্দ। আপনার সেই ক্ষমতা রয়েছে। এর জন্য অনেকের চক্ষুশূল হলেও অভ্যাসটি ছাড়বেন না। এবারও এর জন্য মনটা ভীষণ খারাপ হয়ে আছে, তাই না? জিলাপির প্যাঁচহীন মনের অধিকারী হিসেবে অন্তত হাসুন। এই হাসি আরও বিস্তৃত হবে।
ধনু
ঝড় মোকাবিলার জন্য যে মনের জোর দরকার, তা আপনার রয়েছে। তাই অল্পতেই আপনার দৃঢ় মানসিকতায় চিড় ধরার কথা নয়। অতএব প্রস্তুত হয়ে যান আসন্ন ঝোড়ো হাওয়া হটিয়ে দেওয়ার জন্য। এই ঝড় অবশ্য মোটেই বড় নয়। আর মাস শেষে থাকছে ঢাউস একখানা সারপ্রাইজ।
মকর
ভীষণ ব্যস্ততায় সময় কাটছে আপনার। যদিও তা ক্লান্ত করছে না একেবারেই। সেই ব্যস্ততার রেশ এসে পড়বে কর্মক্ষেত্রেও। সেখানে আরও যত্নবান হোন। কেননা সামনেই কাজের ভার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে মাইনেও।
কুম্ভ
এবার সৃজনশীল কাজে মনোযোগ দিন। আপনার প্রতিভা দ্যুতি ছড়াক। কাছের মানুষ ভালো না থাকলে মন ভালো থাকার কথা নয়। তবে মনের জোর হারালে চলবে না কিন্তু। কারও পিছু কথা বলায় অংশ নেবেন না। এই বাজে অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়। কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য এ মাসে পুরস্কৃৃত হবার জোরালো সম্ভাবনা রয়েছে।
মীন
মনের ওপর চাপ থাকলে যেকোনো কাজেই মন বসানো একটু কঠিন হয়ে পড়ে। তাই আগে মনটা হালকা করে নিন। বেড়াতে যান, গান শুনুন, বই পড়ুন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসুন। যা আপনার মন চায় করে নিন। মাস শেষে যে জটিল কাজগুলো রয়েছে, তার জন্য চাই ভারমুক্ত ফুরফুরে মন।
মেষ
পারিবারিক সংকটে কিছুটা বিপর্যস্ত? আরও কিছুদিন এমন অবস্থার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে লেনদেন-সংক্রান্ত ও প্রাতিষ্ঠানিক কাজে তেমন ঝামেলায় পড়তে হবে না। মাসের শেষের দিকে আপনার জন্য রয়েছে সুসময়ের ইঙ্গিত। তাই মনখারাপকে মনের ওপর জেঁকে বসতে না দিয়ে সময়টা সুন্দর করে কাটানোর ছক এঁকে ফেলুন।
বৃষ
বেশ আনন্দে কাটছে সময়। তা না হয় কাটুক। তাই বলে কাজ-কর্ম ছেড়ে বসে থাকলে চলবে কেন? হাসতে হাসতে কাজগুলোও সেরে রাখুন। মনে রাখবেন, আনন্দের হাত ধরেই নিরানন্দ আসে। সেটিকে রুখে দেওয়ার দায়িত্ব আপনাকেই সামলাতে হবে।
মিথুন
ঝুট-ঝামেলা ছাড়াই দারুণ একটা মাস কাটাতে যাচ্ছেন। খানিকটা অবসরের সঙ্গে সঙ্গে প্রিয়জনের সান্নিধ্যে কাটানোর সুযোগের চেয়ে আনন্দের আর কী হতে পারে। যে সমস্যাগুলো আশপাশ থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে, সেগুলোকে জাস্ট পাত্তা না দিয়ে বিন্দাস কাটিয়ে দিন মাসখানা।
কর্কট
জমে থাকা কাজগুলো জলদি সেরে ফেলুন। সামনে যে সুন্দর সময় অপেক্ষা করে আছে, তা উপভোগের নির্বিঘ্ন সময় দরকার। তা ছাড়া সাফল্যের শিকে ছিঁড়তে হলে তো একটু ঘাম ঝরাতেই হয়। কাজ যে আরও আসছে!
সিংহ
কারও মন্দ কথায় মন ভার করে থাকা কাজের কথা নয়। দুষ্ট লোকেরা মন্দ কথা বলবেই। তার জন্য কি থেমে থাকবে জগতের ভালো কাজগুলো? অনেক তো হলো, এবার নিজের কাজে মনোযোগী হোন। নিজের সিংহ হৃদয়ের পরিচয় দিন। তাতে আপনার সঙ্গে সঙ্গে অনেকের আনন্দও যে জড়িত, সে খেয়াল আছে?
কন্যা
শরীরের প্রতি মনোযোগী হোন এবার। সামনে রয়েছে ব্যস্ত সময়। ক্লান্তি বা অসুস্থতা শুধু শরীরকেই কাবু করে না; মনকেও দুর্বল করে তোলে। এমন দেহ-মন নিয়ে গুরুভার নেওয়া কি সম্ভব?
