বিউটি বক্স
ইলেক্সার হোয়াইটেনিং বডি লোশন
ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে বিশেষভাবে তৈরি লোশন। এতে রয়েছে এল-গ্লুটাথায়োন, ন্যানো হোয়াইট, ভিটামিন সি ও ই, যা ত্বকের ভেতর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করে, মলিনতা কমায় এবং দেয় উজ্জ্বল, সমান টোনের ত্বক। এর হালকা ও দ্রুত শোষিত হওয়া ফর্মুলা হাইপো-অ্যালার্জেনিক ও নন-কমেডোজেনিক, যা সব ধরনের ত্বকের জন্য নিরাপদ। তবে ক্ষত বা প্রদাহযুক্ত স্থানে ব্যবহার করা যাবে না। কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার এড়িয়ে চলা শ্রেয়। দাম ১ হাজার ৩৯০ টাকা।
ক্লিজেড প্লাস শ্যাম্পু
খুশকি দূর করার প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই শ্যাম্পু। পাশাপাশি মাথার ত্বকের চুলকানি ও ইনফেকশন থেকে রেহাই দেবে। স্ক্যাল্প রাখবে সতেজ ও স্বাস্থ্যকর। কমবে চুল পড়া। খুশকি বেশি থাকলে শুরুতে প্রতিদিন একবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কমে এলে সপ্তাহে দু-তিন দিন ব্যবহারই যথেষ্ট। পণ্যটির মূল্য ৯৮০ টাকা।
অ্যামিওয়াশ ফেসওয়াশ জেল
ক্লান্ত, মলিন ও বন্ধ ছিদ্রযুক্ত ত্বকের সমাধান নিয়ে এসেছে অ্যামিওয়াশ ফেসওয়াশ জেল। এটি জেলভিত্তিক ক্লিনজার, যা এক ধাপে ত্বককে গভীরভাবে পরিষ্কার, এক্সফোলিয়েট ও হাইড্রেট করে। এর মূল উপাদানের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড মৃদু এক্সফোলিয়েশনের জন্য কার্যকরী; অ্যালোভেরা ত্বকের আরাম নিশ্চিত করে। ভিটামিন ই ও প্যানথেনল পুষ্টি ও ত্বক মেরামতে ভূমিকা রাখে। অ্যালান্টোইন ত্বক পুনর্গঠনের জন্য। কেনা যাবে ১ হাজার ১৯০ টাকায়।
কুইট্রিজ অ্যান্টি-স্কার জেল
দাগমুক্ত, মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য কুইট্রিজ অ্যান্টি-স্কার জেল ব্যবহার করা যেতে পারে। অনিয়ন এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা, ইস্ট এক্সট্র্যাক্ট, সোরবিটল ব্যবহারে তৈরি। ব্রণ, আঘাতজনিত বা সার্জারির দাগ কমায়। স্ট্রেচ মার্ক ম্লান করে। মসৃণতা বাড়ায়। ত্বক রাখে উজ্জ্বল ও সতেজ। নারী-পুরুষনির্বিশেষে সব ধরনের ত্বকে উপযোগী। বিএসটিআই অনুমোদিত। বিনিময় মূল্য ১ হাজার ১৯০ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
