পোর্টফোলিও I দ্য মেইন ক্যারেক্টার
দুনিয়ার হাজার রং মিলেও একবিন্দু কমাতে পারেনি লালের আবেদন। এ যেন লাস্যময়ী এক রাজকন্যা, যাকে জিতে নিতে এক শ একটি পদ্মও হাজির করা যায়! যার তুলনা আদতে নেই। অনন্য এই রং শতাব্দীপ্রাচীন। তবু উদ্ভাসনের আবেদনে অমলিন। বিয়ের কনের পোশাকে শত বছর পরেও লালের ছোঁয়া পাওয়া দুঃসাধ্য নয়। কোনো না কোনো পর্বে, কোনো না কোনো ছলে লাল রং প্রকাশ্য হয়েই যায়। উপন্যাসের প্রধান চরিত্রের মতোই যেন
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
সাহার রহমান কতুর
রক্তরাগের উদ্ভাসন। টকটকে লাল আর তাতে সোনালি কাব্যের জমকালো উপস্থাপন। শাড়ি আর লেহেঙ্গা—উভয়ই আছে। সঙ্গতে ঘোমটার জমকালো আয়োজন
মডেল: প্রতীতি ও প্রিয়ন্তী
জুয়েলারি: ড্যাজেল বাই সোনিয়া
নাবিলা
ঐতিহ্যের ধারার সঙ্গে সমকালীনের সংযোগ। খানিকটা চিরন্তনী তো খানিকটা আধুনিকায়নের উপস্থাপন। রেড-হট কনে কাহিনির একটুকরো আভাস
মডেল: ইলা, বর্ণ ও আরনিরা
জুয়েলারি: ড্যাজেল বাই সোনিয়া
জুবাইদা ফাইজা ক্লোদিং
চিরন্তনীর খানিকটা ভোল বদল। তবু তাতে ঐতিহ্যের ঘ্রাণ। খানিকটা মোহময় নস্টালজিয়া, তো খানিকটা নতুন দিনের স্টাইলাইজেশন
মডেল: বনি ও প্রিয়ন্তী
জুয়েলারি: গ্লুড টুগেদার ও ড্যাজেল বাই সোনিয়া
রিলাস
ঐকতানে সাবেকিয়ানা আর আবেদনের সহাবস্থান। সোনালি আর কালচে রুপালির সঙ্গে লালের টিমআপ
মডেল: প্রতীতি ও ইলা
জুয়েলারি: গ্লুড টুগেদার ও ড্যাজেল বাই সোনিয়া
সাফিয়া সাথী
প্রাণবন্ত লাল। তাতে সোনা রঙের বনেদিয়ানা। লাল লাস্যের চূড়ান্ত। তবু চিরকালীনের স্পর্শে নান্দনিক
মডেল: আরনিরা ও বর্ণ
জুয়েলারি: ড্যাজেল বাই সোনিয়া
