পোর্টফোলিও I এপেক্স
এলো ওয়েডিং সিজন, No.1 স্টাইল is on !
১৯৯০ সাল থেকে এপেক্স ফুটওয়্যার লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশে উন্নত মানের চামড়ার জুতা রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। দেশের মানুষের জন্য স্টাইলিশ ও এক্সক্লুসিভ ফুটওয়্যার কালেকশন উপহার দিতে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এপেক্সের প্রথম রিটেইল স্টোর। তারপর থেকে সব উৎসব, আয়োজন ও বিশেষ মুহূর্তে এপেক্স হয়ে উঠেছে সবার নির্ভরতার নাম। এ বছরের বিয়ের মৌসুমেও ফ্যাশনেবল ও কমফোর্টেবল জুতার এক অনন্য সংগ্রহ নিয়ে হাজির হয়েছে এপেক্স।
এই বছরের এপেক্স ওয়েডিং কালেকশন সাজানো হয়েছে বিয়ের প্রতিটি ইভেন্ট মাথায় রেখে। ছেলেদের জন্য ক্ল্যাসিক কালো, বাদামি ও ট্যান শেডের লেদার জুতা বিয়ে বা রিসেপশনের মতো ফরমাল ইভেন্টে প্রথম পছন্দ। এই জুতা শেরওয়ানি কিংবা স্যুটের সঙ্গে দুর্দান্ত মানিয়ে যায়। হলুদ, মেহেদি বা সংগীতের মতো সেমি-ফরমাল অনুষ্ঠানে ছেলেদের জন্য লোফার এক ভিন্নমাত্রার আরামদায়ক ও স্টাইলিশ অপশন। এই মৌসুমে লোফার ও সোয়েড ফিনিশের জুতা সেমি-ফরমাল পাঞ্জাবির সঙ্গে দারুণ মানানসই।
মেয়েদের জন্য এপেক্স ওয়েডিং কালেকশনে থাকছে স্টোন-ডিটেইলড হিল। বিয়ে, হলুদ কিংবা সংগীত অনুষ্ঠানে দীর্ঘ সময়ের চলাফেরা ও নাচের জন্য শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে একেবারে উপযোগী। ব্রাইডাল লুকে চাইলে আনতে পারেন ভিন্নতা; এমারেল্ড গ্রিন বা রুবি রেডের মতো উজ্জ্বল রঙের হিল, ক্রিস্টাল অ্যাকসেন্ট বা স্ট্র্যাপি ডিজাইনের স্টিলেটো এনে দেবে নিখুঁত ও গ্ল্যামারাস লুক।
এপেক্স ওয়েডিং কালেকশনে থাকছে বর, কনে ও পরিবারের সবার রুচি, স্টাইল ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই জুতার সমাহার। শেরওয়ানি বা স্যুট, লেহেঙ্গা বা শাড়ি—যেকোনো লুকের জন্য উপযোগী ফ্যাশনেবল ও আরামদায়ক জুতা এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ এপেক্স স্টোরে কিংবা অনলাইনে apex4u.com ।









মডেল: দাউদ, প্রিয়ন্তী, নিহাফ, বর্ণ, নুসরাত আনোয়ার ও শাহরিয়ার জামান
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সাভাটা বাই রিফাহ্
জুয়েলারি: ড্যাজেল বাই সোনিয়া
ছবি: জিয়া উদ্দীন
