হরাইজন
মার্সেডিস বেঞ্জ পারফিউম
বাংলাদেশে প্রথমবারের মতো মার্সেডিস বেঞ্জ পারফিউমের বিপণন ও বাজারজাত শুরু করেছে বাংলা পারফিউমস ডিস্ট্রিবিউটর। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলা পারফিউমসের এমডি খন্দকার নজরুল ইসলাম, চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম¥দ জাকির হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে ফটোসেশনে অংশ নেন উপস্থাপক শারমিন লাকি, মডেল রুমাসহ বেশ কয়েকজন মডেল ও অভিনয়শিল্পী।
গাড়ি প্রস্তুতকারী হিসেবে মার্সেডিস বেঞ্জের সুখ্যাতি দীর্ঘদিনের হলেও ২০১২ সালে সুগন্ধি প্রস্তুতকারক হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত নারী ও পুরুষের জন্য ২৫টির বেশি সুগন্ধি বাজারে এনেছে এই ব্র্যান্ড। মার্সেডিস বেঞ্জের সুগন্ধিগুলো বিশ্বব্যাপী বাজারজাত করে ফ্রান্সের আইএনসিসি গ্রুপ।
সৌদি সুপার মডেল
কঠোর বিধিনিষেধের মধ্যে থাকা সৌদি নারীদের জন্য মডেলিং ও গ্ল্যামার জগৎ অচেনা এক দুনিয়া। তবে এবারই প্রথম সুপার মডেলের খেতাব পেয়েছেন সৌদি বংশোদ্ভূত ১৮ বছরের তালেদাহ তামের।
মার্কিন ফ্যাশন ম্যাগাজিন হার্পারস বাজারের কভার মডেল হয়েছেন তিনি। তার ছবিগুলো দেখে বোঝার উপায় নেই, তিনি একজন সৌদি নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনার ঝড় বইছে। অনেকে ব্যঙ্গ-বিদ্রুপ করে লিখেছে, সৌদি আরবের সমাজকে আধুনিক করে তুলতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, এটি তারই ফল।
হার্পারস বাজারের অনলাইন সংস্করণ থেকে বলা হয়েছে, তালেদাহ তামেরই সৌদি আরবের প্রথম সুপার মডেল। তবে আন্তর্জাতিক মানের মডেল হয়ে ওঠার কথা তিনি কখনো ভাবেননি। তালেদাহ বেড়ে উঠেছেন জেদ্দায়। তার বাবা আয়মান তামের সৌদি অ্যারাবিয়ান, মা ইতালিয়ান। মা ক্রিশ্চিয়ানা নিজেও একজন আন্তর্জাতিক মডেল। আরমানিসহ বেশ কিছু নামিদামি ফ্যাশন ব্র্যান্ডের মডেলিং করেছিলেন। আয়মান তামেরের স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস ও সৌন্দর্যবিষয়ক প্রতিষ্ঠান রয়েছে। নাম তামের গ্রুপ। তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
আইকনিক ফ্যাশন গ্যারেজ
সিঙ্গেল পিস আর সিঙ্গেল কুর্তি বা টপস এখন বেশ জনপ্রিয়। উজ্জ্বল রঙের এ ধরনের পোশাক থাকছে আইকনিক ফ্যাশন গ্যারেজে। সবই সমকালীন ফ্যাশন প্যাটার্ন ও কালার প্যালেট অনুসরণ করে তৈরি। আইকনিকের উদ্যোক্তা তাসলিমা মলি জানান– টপস, কেপ বা কুর্তিতে কাট-প্যাটার্নের সৌন্দর্যের পাশাপাশি হালকা এমব্রয়ডারি, প্রিন্টের ভ্যালু অ্যাডিশনও থাকছে নতুন কালেকশনে। গ্রীষ্মকেন্দ্রিক এসব ট্রেন্ডি পোশাকের নেক ও স্লিভে থাকছে বৈচিত্র্য। পরা যায় অফিসে, ক্লাসে এমনকি ইনফরমাল পার্টিতেও। স্টোরের পাশাপাশি অনলাইন অর্ডারেও পাওয়া যাবে এসব পণ্য।
উল্লেখ্য, আইকনিক ফ্যাশন গ্যারেজ চালু করেছে ‘ফাস্ট ডেলিভারি’ সুবিধা। ব্র্যান্ডটির উত্তরা, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডির স্টোর থেকে কেনার পাশাপাশি ফেসবুকের আইকনিক ফ্যান পেজেও অর্ডার দেওয়া যাবে।