ফিচার I ঐতিহ্যে উজ্জ্বল
রঙের দীপ্তিতে, মোটিফের নান্দনিকতায় আর প্রিন্টের স্বাতন্ত্র্যে অনন্য স্বপ্ন যাত্রার নতুন শাড়িগুলো। পরা যায় উৎসবদিনের যেকোনো সময়
আধুনিক প্রিন্ট শাড়ি তৈরিই করা হয় শহুরে বাজারকে মাথায় রেখে। আর ঐতিহ্যবাহী বা প্রচলিত প্রিন্ট শাড়ি গ্রামের মানুষদের জন্য।
স্বপ্ন যাত্রা একটি অনলাইন শপ। প্রতিষ্ঠা ২০১৪ সালে। সিল্ক, সুতি ও বিভিন্ন ফ্যাব্রিকের শাড়িতে নানা এমবেলিশমেন্ট এর বিশেষত্ব। স্বপ্ন যাত্রার নতুন সংগ্রহ ‘মোগল এবং আর্ট প্রিন্টেড শাড়ি’। মানসম্মত কাপড়ে ডিজিটাল স্ক্রিন প্রিন্ট এসব শাড়ি হাল ফ্যাশনের। যেকোনো অনুষ্ঠানে পরার মতো এই শাড়িগুলো যে কাউকে স্টাইলিশ করে তুলবে। এগুলো কেবল সান্ধ্যানুষ্ঠান নয়, যেকোনো সময়ের জন্যও মানানসই। হলুদ, গোলাপি, কালো আর সমুদ্রসবুজের মতো উজ্জ্বল রঙের ব্যবহার আর ঐতিহ্যবাহী মোটিফের ত্রিমাত্রিক উপস্থাপনা শাড়িগুলোকে অনন্য ও বৈশিষ্ট্যমন্ডিত করেছে।
রাজন কুমার মজুমদার
মডেল: শ্রাবণী ও আফরোজ
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন