পোর্টফোলিও I গ্রাস টু গোল্ড
সোনা, হীরা, পান্না নয়। শুধু মাটি, বীজ, কাঠ, সিরামিক আর ধাতব বস্তু। চিরাচরিতের বাইরে। কিন্তু চমকপ্রদ। এগুলোতেই রঙিন নকশা। কখনো ফুলের ডিজাইন, কখনো পাখির মোটিফ। কোনোটা আবার একদম অস্পর্শিত। এতেই গড়ানো গয়না। রঙ-বাহারি আর স্টাইলিশ। দামি না হলেও দেখতে সুন্দর। অনন্য
জাহেরা শিরীন
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন
কাঠ কলি
অর্ধচন্দ্র থেকে আয়ত। সঙ্গে জুড়েছে ত্রিকোণ, বর্গ আর অমূর্ত আকারও। কখনো ভ্যান গঘ, কখনো নারীমুখ মুদ্রিত হয়েছে কাঠের কঠিনতায়। কিন্তু তাতে নমনীয়তার সঞ্চার।
গয়না: ক্রাফটোমাইজ
মডেল: মানসী
বিন্দুবাসিনী
বিন্দু থেকে বৃত্ত। সারল্যে অনন্যতা জুগিয়েছে এর স্ট্রাইকিং কালার প্যালেট। ফুল, পাখি আর মাছের মোটিফের নকশাকাটা গয়নার পুরোটাই প্রকৃতিপ্রাণিত।
গয়না: চিহ্ন
মডেল: নীল
বীজবনিতা
প্রকৃতির আহ্লাদে পরিপূর্ণ সব উপাদান। বীজ, কাঠ ও ধাতব বস্তুর গাঁটছড়ায় গড়ানো গয়না। তাতে রঙের খেলা। বর্ষবদলের পালায় উৎসবের ঘনঘটা।
গয়না: ঋ
মডেল: মাইশা
ধাতব ধন্যা
অমূর্তর আকর্ষণের সঙ্গে জ্যামিতিক যোগসূত্র। ট্রেন্ড ও ট্র্যাডিশনের অফবিট কম্বিনেশনেও মূর্ত মাদকতা। স্টেটমেন্ট লুকে সেজে ওঠার জন্য
গয়না: গ্লুড টুগেদার
মডেল: মানসী
লোক ললিতা
মাটির টেপা পুতুল, সিরামিকের ফুল, হাতপাখার মিনিয়েচার আর রিকশা পেইন্টের আকর্ষণীয় প্রতিচ্ছায়ায় উৎসবের লোকজ আমেজ সাজজুড়ে। শিকড়ের গন্ধমাখা। কিন্তু সমকালীনতায় উদ্ভাসিত।
গয়না: র্নৈঋতা
মডেল: মাইশা