ব্লগার’স ডায়েরি I পা র্টি প্রে প
ভোরের আলোয় কুয়াশার উপস্থিতি জানান দিচ্ছে, শীতকাল এসেছে। নিজেকে ফ্যাশনেবল হিসেবে উপস্থাপন করার উপযুক্ত সময় এটি। এ জন্যই সময়টা আমার দারুণ পছন্দের। যদি কেউ প্রশ্ন করে, শীতকাল আপনার কেন ভালো লাগে? বলি, ফ্যাশনের জন্য পারফেক্ট। কথা বলতে চাই শীতের লুক নিয়ে। সবার আগে আপনার আলমারির পুরোনো শীতের কালেকশন একবার দেখে নিতে পারেন। সঙ্গে দেখে নিন নতুন কোনো কম্বিনেশন করা যায় কি না। জ্যাকেট, বোম্বার, হুডি কিংবা লং ওভার জ্যাকেটের সঙ্গে কম্বিনেশন করলে মাথায় রাখবেন সলিড টি-শার্ট এবং শার্টের কথাও।
আমাদের দেশে আরবান এবং সেমি আরবান এরিয়ায় শীতকালে কোনো না কোনো ইভেন্ট লেগেই থাকে। তাই ব্লেজার কিংবা স্যুট কম-বেশি পরা হয়। হোক সেটা নাইট আউটিং কিংবা কোনো ডিনার নাইট। তাই এই শীতে অনেকেই ফরমাল অ্যান্ড পার্টি লুকের কথা ভাবেন। তাদের আমি কিছু দিকনির্দেশনা দিতে চাই। ছেলেরা এমনিতেই শপিংয়ের সময় তাড়াহুড়ো করে। এবং বাজেট নিয়েও নানা বাহানা করে থাকে। কিন্তু পারফেক্ট লুকের জন্য সময় এবং বাজেট—দুটোতেই চাই সামঞ্জস্য।
শীতের পোশাক বলতে প্রথমেই যে পরিধেয়র কথা মাথায় আসে, তা হলো জ্যাকেট। উইন্টার স্টাইল স্টেটমেন্ট জ্যাকেট ছাড়া যেন চিন্তাই করা যায় না। এটি আপনার ফ্যাশন সেন্সকে করে তুলবে আরও সৃজনশীল ও অসাধারণ। জ্যাকেটেরও রয়েছে রকমফের। যেমন লেদার জ্যাকেট, যা বাইকার জ্যাকেট নামেও জনপ্রিয়। এ ছাড়া রয়েছে বোম্বার, ডেনিম জ্যাকেট ইত্যাদি। পোশাকটি যেকোনো রকমের প্যান্টের সঙ্গে পরা যায়; যা নির্ভর করে ব্যক্তিত্ব এবং নিজের পছন্দের ওপর। তীব্র শীতে হুডির ওপর জ্যাকেট বেশ ট্রেন্ডি। তরুণদের অনেকেই এখন একটির ওপর আরেকটি পোশাক দিয়ে লেয়ার তৈরি করে পরতে পছন্দ করে। এটা আপনার ফ্যাশনকে করবে লেভেলআপ।
শীতে নাইট আউটিং বা ডিনার নাইটের লুক কী হতে পারে, তা নিয়ে অনেকেই থাকেন চিন্তায়। প্রথমে মাথায় রাখতে হবে কারা থাকবে এই আয়োজনগুলোতে। ফ্রেন্ড, কলিগ কিংবা কাছের কেউ। হোক কফি শপ, মুভি, লং ড্রাইভ কিংবা কোনো মিউজিক্যাল ইভেন্ট। পরতে পারেন কালো ব্যান্ড কলার শার্ট। যেহেতু সন্ধ্যার পর ইভেন্টের প্ল্যান করছেন, তাই কালো শার্ট এবং মেটাল বাটন ডিটেইলিং আপনাকে শার্প অ্যান্ড কনফিডেন্ট লুক দেবে।
আবার ভাবুন কোনো ডিনার পার্টির কথা। অফিশিয়াল প্রোগ্রাম, বার্থডে কিংবা কারও বিয়ের রিসেপশন। পরতে পারেন এই সাদা সলিড টাক্সিডো ও শার্ট, বো টাই দিয়ে কিংবা ছাড়া। টোয়েন্টিফোর প্লিটেড ফন্ট এবং মেটাল বাটন ডিটেইলিং শার্টগুলো আপনাকে প্যাশনেট এবং এলিগেন্ট লুক দেবে। সঙ্গে ব্লু টাক্সিডো স্যুটটি আপনাকে দেবে ক্লিয়ার কাট পার্টি লুক। এই স্যুটের ইনার লাইটিং যেমন আপনাকে কমফোর্ট দেবে, তেমনি ঠান্ডায় আপনার বডি টেম্পারেচার ঠিক রাখবে।
স্যুট কেনার সময় আপনার বডি ফিটিংস অবশ্যই চেক করে দেখবেন, সম্ভব হলে স্যুটের নিচে যে শার্ট পরবেন, তা ট্রায়াল দিয়ে কিনবেন।
ম্যাচিং শুজ, ওয়াচ ও বেল্টের কথা মাথায় রাখতে হবে। এ ক্ষেত্রে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার সব সময় প্রেফারেবল।
রনি ইমরান
আউটফিট: এক্সট্যাসি
ছবি: জিয়া উদ্দিন
ফেসবুক: Ronie Imran
ইনস্টাগ্রাম: Ronie Imran