ফিচার I জ্যাকেট ইয়ার রিং
কানের সৌন্দর্যে হালের ট্রেন্ড এই দুল। আঙ্গিকে বৈচিত্র্যময় ও নজরকাড়া। তবে বেছে নিতে হয় পোশাক ও মুখশ্রী মেনে
এখনকার সবচেয়ে ট্রেন্ডি কানের দুল জ্যাকেট ইয়ার রিং বা ইয়ার জ্যাকেট। কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে কানের দুলের এই ধারা। যেকোনো সিম্পল স্টাড ইয়ার রিংকে একটি বোল্ড জুয়েলারি পিস করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইয়ার জ্যাকেট।
ইয়ার রিং জ্যাকেট হচ্ছে কানের দুলের আলাদা একটি অংশ, যেটা দুলের পেছন দিক থেকে পরতে হয়। কোনো জ্যাকেট আমরা যেভাবে পেছন থেকে জড়িয়ে পরি, ঠিক সেভাবেই পরতে হয় এই দুল। সহজ কথায়, দুলের পেছনে মেটাল বা প্লাস্টিকের যে পুশ থাকে, সেটাই। তবে বিভিন্ন ডিজাইনের। কানের লতির নিচ থেকে ঝুলে থাকে বা আটকে থাকে। জ্যাকেট ইয়ার রিংয়ের দুটি অংশ একসঙ্গে মিলে থ্রি ডি ইফেক্ট তৈরি করে।
জ্যাকেট ইয়ার রিং বা ইয়ার জ্যাকেট যেকোনো অনুষ্ঠানে যেমন পরা যায়, তেমনি প্রতিদিনের স্টেটমেন্ট জুয়েলারি হিসেবেও স্বচ্ছন্দে পরা যেতে পারে। ট্রাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো পোশাকের সঙ্গে এটি খুব ভালো মানিয়ে যায়। তবে তা বাছাইয়ে সতর্কতা জরুরি। ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে সোনালি, রুপালি, এন্টিক কালারের ইয়ার জ্যাকেট বেশি ভালো দেখায়। এর সঙ্গে পাথরের কাজ থাকতে পারে। পাথর আর মুক্তার ইয়ার জ্যাকেট ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরা যায়। আবার কিছু দুল সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। প্রতিদিনের জন্য হালকা ডিজাইনের ইয়ার জ্যাকেট পরা যায়। বিয়ে বা পার্টিতে পোশাকের সঙ্গে মিলিয়ে পরলে বেশি সুন্দর দেখাবে।
বিভিন্ন লুকের জন্য বেছে নিতে পারেন বিভিন্ন রকমের জ্যাকেট ইয়ার রিং। যেমন ক্লাসি লুকের জন্য মুক্তার ডাবল স্টাড বা মুক্তার সঙ্গে পাথরের সংমিশ্রণের এই দুল বেছে নিতে পারেন। আবার মিনিমালিস্ট বা সিম্পল লুকের জন্য পরতে পারেন হালকা ছোট সাইজের শুধু একটি মেটালের ইয়ার জ্যাকেট। বোল্ড বা ফাংকি লুকের জন্য স্পাইকি ডিজাইন আর বোহো লুকের জন্য বিডসের বড় সাইজের জ্যাকেট ইয়ার রিং ভালো মানায়।
ফাহমিদা শিকদার
মডেল: মোহিনি
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন