পোর্টফোলিও I আনকনভেনশনাল
দেশীয় ডিজাইনারদের ডেরায় তৈরি। মানে, শতভাগ স্বদেশি। গতে বাঁধা স্টাইলিং নয়। মিক্স অ্যান্ড ম্যাচ টেকনিকই এর ইউএসপি। ব্যতিক্রমী শীতপোশাকের সম্ভার
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন
লিপি খন্দকার
খাঁটি খাদি লিনেন ইন্ডিগো ডাইড টপে হ্যান্ডস্টিচড এমব্রয়ডারি। লং জ্যাকেটে একই ডিজাইনের রেফারেন্স
মডেল: এফা
সমকালীন ধারার টুইল টাইড আপ টপ টিম আপ করা হয়েছে কাউল প্যান্ট দিয়ে। লুকে বোহিমিয়ান ভাইব সৃষ্টির জন্য
মডেল: নাজিয়া
অথেনটিক খাদি লিনেনের লং কুর্তি। টু টোনের ইন্ডিগো ডাই করা। নকশিকাথাঁর ফোঁড়ে আভিজাত্য
মডেল: ইরানা
ওয়্যারড্রোব: বিবিআনা
বিপ্লব সাহা
কাফতান কাটের কালো টপ। সঙ্গে গামছা প্যাচওয়ার্কের হাই ওয়েস্টেড পালাজো ভিড়ের মাঝেও অনন্য করে তুলতে যথেষ্ট
মডেল: সাদিয়া
আনকোরা ডিজাইনের কমপ্লিট ব্লেজার সেটটি স্টাইলিশ হয়ে ওঠার দারুণ অপশন শীতের এ মৌসুমে
মডেল: নাহিদ
হাফস্লিভ ফতুয়া আর আফগানি সালোয়ারের ব্যতিক্রমী জোড়। সঙ্গে হুডির যোগে স্মার্ট ক্যাজুয়াল লুক
মডেল: নিহাফ
ওয়্যারড্রোব: বিশ্বরঙ
শাহরুখ আমিন
ভাইব্র্যান্ট লাইম গ্রিন নি লেন্থ খাদি কুর্তিতে থ্রেড এমব্রয়ডারি আর অ্যান্টিক এমবেলিশমেন্ট। টুকটুকে লাল বটমে জমাটি জোড়
মডেল: সাদিয়া
চড়া হলুদ কুর্তিতে সাদা ফ্রিলের স্বস্তি। খাদির জমিনজুড়ে থ্রেড এমব্রয়ডারি। টাইড আপ স্লিভ আর বটমে সুস্পষ্ট বোহিমিয়ান ভাইব
মডেল: ইরানা
অ্যাঙ্কেল লেন্থ কলিদার খাদি কুর্তিতে নজর কাড়ে নেকলাইনের স্টেটমেন্ট অ্যান্টিক হ্যান্ড ওয়ার্ক আর থ্রেড এমব্রয়ডারির যুগলবন্দি
মডেল: এফা
ওয়্যারড্রোব: আলমিরা
শৈবাল সাহা
ব্যান্ড কলারের ফুলস্লিভ শার্টে জিওমেট্রিক প্যাটার্নের ব্লক প্রিন্ট। টিম আপ করা হয়েছে ইন্ডিগো ডাই করা ত্রিকোণাকার খাদি কটির সঙ্গে
মডেল: নাহিদ
এ লাইন নি লেন্থ খাদি টিউনিক। সাইড স্লিট পকেটে স্মার্ট লুক। ইন্ডিগো ডাইয়ের ছোঁয়ায় পোশাকে সুস্পষ্ট সহজাত ভাব
মডেল: এফা
ইন্ডিগো খাদি প্যাচওয়ার্কের শর্ট টিউনিক। প্লিটেড কুলটসে পরিপূর্ণ লুক
মডেল: সাদিয়া
ডুরে কাটা স্লিভলেস কামিজ আর চাপানো প্যান্টের পারফেক্ট ডুয়ো। বাড়তি ওম দেবে ইন্ডিগো রঙা খাদির ফ্লেয়ারড লং জ্যাকেট
মডেল: নাজিয়া
ওয়্যারড্রোব: আর্ট অব ব্লু বাই অঞ্জন’স
চন্দনা দেওয়ান
উলে বোনা চায়নিজ স্টাইল কিমোনো। মোটা সুতার বুননে তৈরি বটমে পোলকা ডটের দারুণ দর্শনীয় প্রিন্ট
মডেল: সাদিয়া
ওয়্যারড্রোব: চন্দন