হরাইজন
অতিমূল্যবান ঘড়ি
একটি ঘড়ির দাম ৩১ মিলিয়ন ডলার। অনেকে বলবেন এই টাকায় একটি আস্ত বিলাসবহুল দ্বিপ কেনা যাবে। কিংবা লাক্সারিয়াস ইয়ট, গাড়ি কিংবা প্রাইভেট জেটও কেনা যেতে পারে। যে যা-ই বলুক, পাটেক ফিলিপ এর এই ঘড়িটি বিক্রি হয় প্রায় আড়াইশ কোটি টাকায়। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক চ্যারেটি অকশনে বিক্রি হয় ব্র্যান্ডটির গ্রান্ডমাস্টার চাইম ৬৩০০এ সিরিজের ঘড়িটি। গত বছর এই একই অকশনে রোলেক্সের একটি রিস্ট ওয়াচ বিক্রি হয় প্রায় ১৮ মিলিয়ন ডলারে।
বুলগারি ম্যান উড নেরোলি
বাংলাদেশে সুগন্ধি ডিস্ট্রিবিউটর বেস্ট ইন ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড সম্প্রতি বুলগারির মেনজ পারফিউম লাইন ‘বুলগারি ম্যান উড নেরোলি’ নিয়ে উপস্থিত হয়েছে। মেডিটেরানিয়েন হেরিটেজ থেকে উদ্বুদ্ধ হয়ে এ লাইন তৈরি হয়েছে। এতে আছে টাটকা ফুলের সুগন্ধ। সুন্দরা, ইয়েলো, ইউনিমার্ট এবং পারফিউম ওয়ার্ল্ডে পাওয়া যাবে এই সুগন্ধি।
৫ নভেম্বর ঢাকার রূপায়ন সেন্টারের দ্য গ্রিন লাউঞ্জে লঞ্চ হয়েছে সুগন্ধিটি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইন ব্র্যান্ডসের কান্ট্রি হেড মার্ক থিরিসহ অন্যরা।
রূপকথার জুতা
ক্রিস্টিয়ান লুইভুঁটনের জুতা ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের কাছে আকর্ষণীয়। কেননা তার তৈরি জুতার প্রতিটি কালেকশনে থাকে ভিন্ন ভিন্ন গল্প। এই গল্পগুলো ক্রেতাদের মাঝে তুলে ধরতে সম্প্রতি তিনি প্যারিসে শুরু করেছেন শু স্যালন। সাধারণ ক্রেতাদের ভিড় যেমন লেগে থাকে, তেমনি দেখা যায় তারকাদের আনাগোনা। তিনি বাজারে আরও এনেছেন তার ফেইরি টেলস কালেকশন। রূপকথার গল্পে রাজকুমারীদের জুতার যে বর্ণনা থাকে, তার অনুপ্রেরণায় এই ডিজাইনার তৈরি করেছেন কালেকশনটি। ফ্যাশন সমালোচকদের ভাষায়, আভিজাত্য এবং রাজকীয়তার এমন মিশেল আগে কেউ উপভোগ করেননি।