পোর্টফোলিও I উইন্টার
কনকনে হাওয়ার ধূসর দিনগুলোতে চাই রঙের উষ্ণতা। শীতের লুকে পূর্ণতা সঞ্চারের জন্য। তা সম্ভব ওয়্যারড্রোবের নতুনতর সংযোজনে। আউটফিটের নজরকাড়া উপস্থিতিতেই। যা শীতে শরীরকে দেবে আরাম আর দেখাবে কেতাদুরস্ত
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন
লা রিভ
‘ওয়্যার ইওর ড্রিমস’ ট্যাগলাইন নিয়ে ২০০৯ সালে যাত্রা করে রেডি টু ওয়্যার ব্র্যান্ড ‘লা রিভ’। রিভ ফ্যামিলির এই সহযোগী প্রতিষ্ঠান অল্প দিনেই নগর ফ্যাশনে টেকসই করে নেয় নিজের অবস্থান। এর রয়েছে সুসংগঠিত ডিজাইনার গ্রুপ, স্টুডিও মিলিয়ে উল্লেখযোগ্য অবকাঠামো। লা রিভের পোশাক নান্দনিক ও সমকালীন ডিজাইনে উজ্জ্বল। দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য আধুনিক রুচির মিশেল ঘটিয়ে ব্র্যান্ডটি তৈরি করেছে স্বকীয় ধারা। এটাই এর জনপ্রিয়তার কারণ। ওয়েস্টার্ন ড্রেসের পাশাপাশি ঐতিহ্যবাহী দেশীয় পোশাকের আয়োজন তাদের সম্ভারকে সমৃদ্ধ করেছে। তৈরি পোশাক খাতে সম্পৃক্ততার কারণে লা রিভের পোশাকের মান চমৎকার। ঢাকা, সিলেট ও খুলনায় এর আউটলেট সংখ্যা ১৭।
ফেসবুক: le.reve.wear.your.dreams
০১৮৪৭০৮২৬১৫, ০১৮১১৪৫৬০৬৫
ওয়েবসাইট : www.lerevecraze.com
কাউল নেকড টিউনিক। সাইড প্লিট আর স্মোক স্লিভে রিডিফাইনড হাই স্ট্রিট লুক
মডেল: ইনায়া
ট্যাফেটা ফ্যাব্রিকের লাল ক্যাজুয়াল জ্যাকেট। সঙ্গে মানানসই ব্ল্যাক বটম
মডেল: অমিত
ক্ল্যাসিক কাউল নেকের রেড লং সোয়েটার
মডেল: এফা
ইলেকট্রিফায়িং ভেলভেট বোম্বার জ্যাকেট আর রিপড ডেনিমের জমাটি জোড়
মডেল: জুঁই
হুডেড টি-শার্ট। সঙ্গে ডেনিমের ক্যাজুয়াল জ্যাকেট। মানানসই বটমে পারফেক্ট উইন্টার লুক
মডেল: অমিত
ব্রোকেড লাইন দেওয়া উলেন জ্যাকেট। রিবন স্টাইলিং কলার আর ওয়েল্ট পকেটে এলিগেন্ট লুক
মডেল: মাইশা
টুইড ব্লেজার। গলায় ফ্লাফি স্কার্ফে আই ক্যাচিং স্টেটমেন্ট
মডেল: জুঁই
নাসা থিমের রাউন্ড নেক ফুলস্লিভ টি-শার্ট। সঙ্গে ক্যাজুয়াল ব্লেজার আর ডেনিমে আরবান স্মার্টনেস
মডেল: অমিত
টপ টেন
দেশের ফ্যাশনপ্রিয়দের ট্রেন্ডি, আরামদায়ক আর মানসম্মত আউটফিট উপহার দেওয়ার অভিপ্রায়ে ১৯৯২ সালে সূচনা টপ টেন ফেব্রিক এন্ড টেইলরস লিমিটেডের। প্রারম্ভিকে ফেব্রিক এবং টেইলরের মাধ্যমে ক্রেতার বিশ্বস্ততা অর্জন করে ব্র্যান্ডটি। ব্র্যান্ডের মূল বৈশিষ্ট্যই পণ্যের গুণগত মানের সঙ্গে মূল্য সমন্বয়। প্রতিটি ঋতুতে আন্তর্জাতিক ট্রেন্ড অনুযায়ী নতুন কালেকশন তৈরি করে প্রতিষ্ঠানটি। টপ টেন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টপ টেন মার্ট লি. যেখানে প্রাধান্য পায় সব শ্রেণির ক্রেতার রুচি ও চাহিদা। পোশাক নকশায় প্রাধান্য পায় দেশ-বিদেশের বিভিন্ন ধরনের মোটিফ। এর আউটলেটগুলোতে পাওয়া যাবে ছেলে-মেয়ে ও শিশুদের ডেনিম, টুইল প্যান্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পারফিউম, জ্যাকেট, স্যুট, সালোয়ার কামিজ, শাড়ি, কুর্তা, টপস, বিয়ের পোশাক, লেগিংস, পালাজো, স্কার্ফ, ব্যাগ, জুয়েলারি, জুতা, ঘড়ি, সানগ্লাস, বেবি কেয়ার পণ্য ইত্যাদি। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্র্যান্ডটির রয়েছে ২৬টি আউটলেট।
ফেসবুক: toptenmart
০১৯২৯০০০১১১
ওয়েবসাইট : toptenmartbd.com
বার্ন্ট অরেঞ্জ ট্রেঞ্চ কোট
মডেল: অন্তরা
সিনথেটিক লেদারের ব্যান্ড কলারড বোম্বার জ্যাকেট
মডেল: তন্ময়
সিনথেটিক লেদারের বোম্বার জ্যাকেট
মডেল: দাউদ
ক্ল্যাসিক কালো স্যুট
মডেল: তন্ময়
স্টোন এমবেলিশড ফ্লোর লেন্থ গাউন
মডেল: অন্তরা
ফ্লোরাল ক্রোশের কারুকাজ করা লং সোয়েটার ড্রেস
মডেল: নিধি
স্টাইলিশ হুডি আর ডেনিমের পারফেক্ট ডুয়ো
মডেল: দাউদ
ডেনিম ব্লেজারে স্মার্ট ক্যাজুয়াল ভাইব
মডেল: তন্ময়
এপেক্স
উন্নত মানের চামড়ার জুতা রপ্তানি করে ১৯৯০ সাল থেকে বিশ্ববাজারে সুনাম অর্জন করে আসছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ইউরোপের বিভিন্ন দেশসহ আমেরিকা ও জাপানে রপ্তানি হয়ে আসছে এপেক্সের জুতা। বিশ্বজুড়ে গৌরবময় অভিজ্ঞতার আলোকে দেশের মানুষকে উন্নত ও টেকসই ফুটওয়্যার উপহার দিতেই স্থানীয় রিটেইল উইং প্রতিষ্ঠা করে ১৯৯৭ সালে। স্বল্প সময়েই স্টাইলিশ ও এক্সক্লুসিভ জুতা-স্যান্ডেল উপহার দিয়ে ক্রেতার সন্তুষ্টি অর্জন করে নিয়েছে এপেক্স। সাফল্যের ধারায় আজ এপেক্সের রয়েছে ১০টি নিজস্ব ব্র্যান্ড। এ ছাড়া ৫টি আন্তর্জাতিক ব্র্যান্ডের মাধ্যমে সারা দেশের মানুষকে তাদের ভিন্ন রুচি, চাহিদা ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ফুটওয়্যার এবং অ্যাকসেসরিজ পৌঁছে দিচ্ছে। এর মাঝে পুরুষের স্টাইলিশ জুতা-স্যান্ডেলের বিপুল সমাহার নিয়ে এপেক্স, এক্সক্লুসিভ ডিজাইন ও প্রিমিয়াম লেদার দিয়ে তৈরি ভেনচুরিনি ও ম্যাভেরিক। তরুণ-তরুণীদের জন্য স্পোর্টি লাইফস্টাইল জুতার ব্র্যান্ড স্প্রিন্ট। হাল ফ্যাশনের স্টাইলিশ ও ট্রেন্ডি মেয়েদের জন্য আছে মুচি, নিনো রসি ও স্যান্ড্রা রসা। বাচ্চাদের জন্য আছে টুইঙ্কলার ও স্কুলস্মার্ট। ৬৪ জেলায় ২৬০টি নিজস্ব আউটলেট ও ২২০টি অথরাইজড রিসেলারের মাধ্যমে বিস্তৃত রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ফুটওয়্যার ব্র্যান্ড।
ফেসবুক: apex4u
ওয়েবসাইট : apex4u.com
ওয়্যারড্রোব: ভায়োলা বাই ফারিহা এবং ওটু
টু-টোন বার্নিশড এফেক্টের পিওর লেদারে তৈরি ভেনচুরিনি পেটেন্ট শু
মডেল: অমিত
মুচির স্টাইলিশ ব্ল্যাক হাইহিল। পাথর জড়ানো ব্ল্যাক ম্যাশ আপারে ইউনিক স্টাইল স্টেটমেন্ট
মডেল: মাইশা
মুচির পয়েন্টেড টো ব্লক হিলে সিলভার গ্রে এমবেলিশমেন্ট
মডেল: এফা
মুচির অফ হোয়াইট জুতিতে ইনট্রিকেট জারদৌসি ডিজাইনের আভিজাত্য
মডেল: এফা
মুচির গ্ল্যামারাস গোল্ড বিডেড জুতি
মডেল: মাইশা
মুচির আরামদায়ক পার্টিওয়্যার সিলভার ওয়েজ হিলে ট্রেন্ডি লুক
মডেল: ইনায়া
আরামদায়ক ইনসোলে তৈরি পিওর লেদারের ভেনচুরিনি ব্ল্যাক সিঙ্গেল মঙ্ক স্ট্র্যাপ শু
মডেল: অমিত
মুচির শিমারি গোল্ডেন লেজার কাটের ব্লক হিলে স্টোনের এমবেলিশমেন্ট
মডেল: জুঁই