পোর্টফোলিও I রাইজ
স্ট্রিট ফ্যাশন কালচার নিয়ে বাংলাদেশের ফ্যাশন জগতে যাত্রা শুরু করে লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ, ২০১৪ সালে। দেশের মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে ট্র্যাডিশনাল ও ক্যাজুয়াল পোশাকের বিভিন্ন ধরনের কালেকশন তৈরি করছে ব্র্যান্ডটি। আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির প্রথম শোরুম উদ্বোধন হয় ২০১৭ সালে।
বাংলার শিল্প এবং কারুকাজের সংমিশ্রণে তৈরি ট্রেন্ডি ও ফ্যাশনেবল পোশাকের সমারোহে আয়োজিত এবারের রাইজের বৈশাখী সংকলন। আবহাওয়া ও উৎসবের কথা মাথায় রেখে রাইজ এবারের বৈশাখী কালেকশন সাজিয়েছে বাহারি রঙ, প্যাটার্ন ও ডিজাইনে। আরামদায়ক এই পোশাকগুলো পাওয়া যাবে এলিগেন্ট ও প্রিমিয়াম ক্যাটাগরিতে। পোশাক লাইনে যোগ হয়েছে উন্নত মানের ফ্যাব্রিকের লাক্সারিয়াস থ্রিপিস ও জাম্প স্যুট কালেকশন। এ ছাড়া মেয়েদের ক্যাজুয়াল কালেকশনে রয়েছে অসংখ্য টপস, রিপড, নন-রিপড ডেনিম, ওয়াশ ভ্যারিয়েশন জেগিংস ও নন-ডেনিম রিপড প্যান্টস। ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি কারুকাজ করা পাঞ্জাবি। সলিড, স্ট্রাইপ, চেক অথবা ফ্লোরাল- যেকোনো ডিজাইনের রুচিশীল স্লিম ফিট শার্টও পাওয়া যাচ্ছে রাইজে। টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি- যেটাই হোক না কেন, মিলিয়ে পরার জন্য রাইজে রয়েছে নন-ডেনিম, রিপড ও নন-রিপড ডেনিম প্যান্টস।
আউটলেট: বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বনানী-১১, উত্তরা সেক্টর-৭, আদাবর, কুমিল্লা ও সিলেট।
ফেসবুক: risebrandclothing
ইনস্টাগ্রাম: rise.brand
ওয়েবসাইট: www.rise-brand.com
সেলফ টেক্সচারড রেড পাঞ্জাবি
মডেল: সালমান
ফ্লোরাল অফ শোল্ডার টপ
মডেল: ওশিন
একরঙা মেরুন পাঞ্জাবিতে স্ক্রিন প্রিন্টের নকশা
মডেল: আকাশ
ফ্লোরাল মোটিফ এবং স্ট্রাইপের কম্বিনেশনে তৈরি কুর্তিতে বেল স্লিভ
মডেল: অন্তরা
সাদা স্ট্রাইপড পাঞ্জাবিতে স্ক্রিন প্রিন্ট
মডেল: আকাশ
জর্জেটের ট্রাইবাল প্রিন্টেড কামিজ। এম্পায়ারলাইন আর স্লিভে পমপমের এমবেলিশমেন্ট
মডেল: এফা
মেরুন সেলফ টেক্সচারড পাঞ্জাবিতে ফ্লোরাল স্ক্রিন প্রিন্ট
মডেল: সালমান
মিডনাইট ব্লু এ লাইন লং কুর্তিতে ফ্লোরাল এমব্রয়ডারি আর পমপমের এমবেলিশমেন্ট
মডেল: লিন্ডা
ছবি: সৈয়দ অয়ন
মেকওভার: পারসোনা
লোকেশন: উনান