skip to Main Content

পোর্টফোলিও I রঙবতী

রুপা গয়নার প্রতি দুই বান্ধবীর ভালো লাগা থেকেই পথচলা। দোকান ঘুরে পছন্দ না হলে নতুন ও পৃথক ডিজাইনের গয়না তৈরি করতেন তারা। নিজেদের বানানো নকশা আশপাশের অনেকের পছন্দও হতো। তখনই রুপার মতো ব্রাস মেটাল দিয়ে সাশ্রয়ী মূল্যে গয়না তৈরির প্রণোদনা। ২০১৬ সালে যাত্রা শুরু।

রঙবতীর গয়নাগুলো মূলত ব্রাস মেটাল নামে সংকর ধাতুর উপর রুপা এবং অন্যান্য উপাদানের প্রলেপ দিয়ে তৈরি। তবে বিভিন্ন ধরনের বিডস, পার্ল এবং কিছু কিছু ক্ষেত্রে মীনাও ব্যবহৃত হয়।

ফেসবুক: www.facebook.com/rongoboti.17

ওয়েব: www.rongoboti.squarespace.com

কেয়ার লাইন: +৮৮০ ১৭৪৫ ০৩০ ৭২০

 

সনাতনি নকশায় তৈরি গোল্ড প্লেটেড জুয়েলারি সেট

মডেল: মিথিলা

রুপাসহ নানান ধাতব প্লেটিংয়ের পরতে তৈরি কনটেম্পরারি ডিজাইনের নেকপিস, সঙ্গে মানানসই ইয়ার রিং

মডেল: অন্তরা

সিলভারসহ মিক্সড মেটাল প্লেটিং করা ব্রাসের শোল্ডার ডাস্টার ইয়ার রিং

মডেল: এফা

ব্রাসের ওপর রুপাসহ নানা ধাতব প্লেটিং আর পার্লে জড়ানো জুয়েলারি সেট

মডেল: ওশিন

চোকারসহ লং নেকপিসের সেট। সঙ্গে মানানসই ইয়ার রিং এবং আংটি। পুরোটাই ব্রাসের ওপর সিলভারসহ মিক্সড মেটাল প্লেটিংয়ে তৈরি

মডেল: এফা

মিক্সড মেটাল আর পার্লে গড়ানো জমকালো জুয়েলারি সেট

মডেল: মিথিলা

সনাতনি নকশায় তৈরি চোকার, লং নেকপিস আর ইয়ার রিং। হাতের পলাতেও একই মোটিফ মূর্ত

মডেল: ওশিন

কালো পুঁতি আর ব্রাসের ঘুঙুরের মিশেলে তৈরি চোকার। লং নেকলেসে মিক্সড মেটালে জড়ানো হয়েছে লাল পুঁতি। কানে একই নকশার ইয়ার রিং

মডেল: অন্তরা

ছবি: সৈয়দ অয়ন

মেকওভার: পারসোনা

লোকেশন: উনান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top