বডিস্প্রের সুগন্ধ দীর্ঘস্থায়ী করার উপায়
শখ করে বডিস্প্রে কিনে বাড়ি ফিরলেন। কিন্তু স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই সুবাস উধাও। দিনের মধ্যভাগে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। ঘাম ও সুগন্ধি মিলে একটা বাজে গন্ধ তৈরি হয়। ব্র্যান্ডের স্প্রের ক্ষেত্রেও এমনটা হতে পারে। কিছু কৌশল খাটালে এমনটা হবে না। যেমন, শুধু বগলে স্প্রে না করে শরীরের বিভিন্ন স্থানে স্প্রে করা যেতে পারে। বিশেষ করে যে অংশগুলো ঘামে না। কানের পেছনে, গলায় ইত্যাদি অংশে ব্যবহার করলে সুবাস দীর্ঘক্ষণ থাকবে। বডিস্প্রের সুগন্ধ দীর্ঘস্থায়ী না হওয়ার একটি কারণ হচ্ছে শরীর ঘামানো। এ জন্য যথাসম্ভব কম ঘামানোর চেষ্টা করতে হবে। স্প্রে করার সঙ্গে সঙ্গেই জামা পরা উচিত হবে না। সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে পরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বডিস্প্রে কাপড়ে ব্যবহার করার প্রবণতা বাদ দিতে হবে। এটি সুগন্ধকে দীর্ঘস্থায়ী করে না, বরং সুবাস আরও দ্রুত ফিকে হয়ে যায়। যেই ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করছেন, সেই ব্র্যান্ডের অন্যান্য প্রসাধনী ব্যবহার করলে সুফল মিলবে। সবচেয়ে ভালো হয় সুগন্ধিটি সবসময় সঙ্গে রাখা। যাতে সুবাস ফুরিয়ে গেলে আবারো স্প্রে করা যায়।