সারারাত ব্রা তে
এতে কি বেশিদিন সুডৌল থাকে শেপ, না হীতে বিপরীতে হয়ে বাড়ে শিথীলতা। জেনে নেওয়া চাই তো-
প্রাকৃতিকভাবেই একটা বয়স পর স্তনের আকার শিথিল হতে শুরু করে। কিন্তু বুঝে শুনে খাওয়া-দাওয়া, নিয়মিত ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ব্রা এর সঠিক ব্যবহারেও এর শেপ সুন্দর রাখা সম্ভব। তবে কেনার সময় ট্রায়াল দিয়ে কেনা ভালো। পারফেক্ট শেপ আর ফিটিং টা সুনিশ্চিত হতে হবে কিন্তু। মাস দুয়েক পরার পর ব্রা বদলও জরুরি। কারণ ফিটিংটা আলগা হতে শুরু করে ব্রার।
এবার আসা যাক ব্রা পরে রাতে শোয়ার ব্যাপারটা কেমন। এতে কি স্তনের আকার বেশি দিন ভালো থাকে? শোনা যায়, এই মতে বিশ্বাসী মেরিলিন মনরো সারা জীবন রাতে ব্রা পরে শুয়েছেন। এর উল্টোদিকের বৈজ্ঞানিক মতটাও কিন্তু এড়িয়ে যাবার মত নয়। বিজ্ঞান বলে দাঁড়িয়ে বা বসে থাকলে মধ্যাকর্ষণ শরীরের সঙ্গে সঙ্গে স্তনের উপরও কাজ করে। অর্ন্তবাসের বন্ধন না থাকলে তা ক্রমশ নিচের দিকে নামতে থাকবে। কিন্তু বিছানায় চিৎ বা পাশ ফিরে শুলে তো আর সে সমস্যা নেই। তাই রাতে ব্রা পরাটা বাতুলতা।