টিপে টিপটপ
কোন আকার আর আয়তনের টিপে আপনাকে সবচেয়ে সুন্দর দেখাবে, তা জানেন কি?
বাঙালি মেয়েদের মুখের গড়ন যা, তাতে গোল টিপ মোটামুটি সবাইকে মানায়। কিন্তু লম্বা বা ত্রিকোণাকার টিপের ক্ষেত্রে সেটা জোর দিয়ে বলা যায় না। যাদের মুখাবয়ব ডিম্বাকার, তারা স্বচ্ছন্দে পরে নিতে পারেন লম্বা টিপ। এতে মুখটা একটু লম্বাটে দেখাবে। যাদের মুখের আকৃতি ছোট, তাদের অতিরিক্ত লম্বা টিপ না পরাই ভালো। পানপাতার মতো মুখ হলে মানিয়ে যাবে যেকোনো আকার বা আয়তনের টিপ। তবে যাদের কপাল একটু বেশি বড়, তাদের অতিরিক্ত বড় টিপ এড়িয়ে যা্ওয়া ভালো। ছোট স্টোন বিন্দিও ভালো দেখাবে এই ধরনের মুখে। গোল মুখে আবার লম্বা টিপ বেশি মানায়, তাতে মুখের আকারটা লম্বা দেখায়। সেই সঙ্গে পরা যেতে পারে ছোট গোল টিপও। চৌকো বা ত্রিকোণাকার মুখের ক্ষেত্রে চোয়ালের রেখা সুস্পষ্ট হয়, চিবুকের কাছটা সরু হয়ে আসে। এ ধরনের মুখে গোল টিপই সই। মাঝারি আকারের যেন হয় তা।