skip to Main Content

হরাইজন

লা রিভের ফল ’২০ কালেকশন

নিউ নরমালে অনুপ্রাণিত হয়ে সবার কাছে পোশাক পৌঁছে দেওয়ার প্রয়াস থেকে লা রিভ বাজারে এনেছে ফল ’২০ কালেকশন। ব্র্যান্ডটি সব সময়ই আন্তর্জাতিক ট্রেন্ডের ফিউশন নিয়ে কাজ করে। ব্যতিক্রম এবারও ঘটছে না। জানালেন ব্র্যান্ডটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস। তিনটি ভাগ করা হয়েছে পুরো কালেকশন। ‘টেরাফর্ম’ ট্যাগলাইনে সাজানো হয়েছে ওমেন কালেকশন। আর মেনজ কালেকশনের ট্যাগলাইন ‘জেটিসন’। শিশুদের কালেকশনের নাম ‘স্কাইস্পেস’। এ ছাড়া এবারই ব্র্যান্ডটির ওমেন কালেকশনে যুক্ত হচ্ছে জাম্পস্যুট। ছেলেদের ক্যাজুয়াল পাঞ্জাবির দারুণ সংগ্রহও থাকছে। পোশাকগুলো পাওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরে লা রিভের প্রতিটি আউটলেটে। কেনা যাবে অনলাইন থেকেও।

ইয়ারফোন ফ্রেন্ডলি ইয়াররিং

এককথায় মাল্টিফাংশনাল। কানে ঝুলবে দুল হয়ে, সঙ্গে ক্যারি করবে ইয়ারফোন। এমনই অভিনব ডিজাইন বাজারে এনেছে লন্ডন বেসড জুয়েলারি লেবেল মিশো। শুরু থেকেই মানবদেহের স্থাপত্যকলার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক হ্যান্ডক্রাফটেড জুয়েলারি তৈরি করে আসছে ব্র্যান্ডটি। তাদের তালিকায় নতুন সংযোজন এই ‘পেবল পডস’। কানের এক জোড়া সোনালি দুল, যা ওয়্যারলেস ইয়ারফোন, বিশেষ করে অ্যাপলের এয়ারপডগুলোকে রাখবে ‘র‌্যাপ অ্যান্ড ক্লিপ’। ফলে কান থেকে পিছলে পড়ার কোনো সুযোগই থাকবে না। ইয়ারফোন হারিয়ে যাওয়ার আশঙ্কা কমে যাবে অনেকখানি। স্টাইলিশও দেখাবে।

‘অধিক পণ্যে, অধিক ছাড়’

পূজা উপলক্ষে একসঙ্গে দুটি পোশাক কিনলে ৫ শতাংশ এবং তিনটিতে ৭.৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে রঙ বাংলাদেশ। এ ছাড়া তারা আয়োজন করেছে ‘রঙ বাংলাদেশ শারদ সাজে পূজার মাঝে’ ট্যাগলাইনে ফটো কনটেস্ট। এতে নিজের, যুগল অথবা পরিবারের সবার পূজা উদযাপনের ছবি তুলতে হবে। হতে পারে তা পূজামন্ডপে কিংবা বাসায় তোলা। রঙ বাংলাদেশ ছাড়া অন্য যেকোনো ব্র্যান্ডের পোশাক পরা থাকলেও ছবি গ্রহণযোগ্য হবে। এমনকি নতুন অথবা পুরোনো পোশাকও হতে পারে। ছবি পাঠাতে হবে ব্র্যান্ডটির ফেসবুক পেজের ইনবক্সে। সেই সঙ্গে প্রতিযোগীকে নিজের ফেসবুক ওয়ালে ছবিটি আপলোড করতে হবে। ‘রঙ বাংলাদেশ শারদ সাজে পূজার মাঝে’ ট্যাগলাইন, হ্যাশট্যাগসহ। হ্যাশট্যাগ যুক্ত ছবি আপলোড না করলে গ্রহণযোগ্য হবে না। পাঠানো যাবে ২৬ অক্টোবর ২০২০, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
 ফ্যাশন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top