হরাইজন
‘ভোগ’-এর রেকর্ড ব্রেক
১২৭ বছরের দীর্ঘ পথচলায় এবারই প্রথম। একজন একক পুরুষ মডেলকে দেখা যাচ্ছে ভোগ ম্যাগাজিনের কভারে। ২০২০-এর ডিসেম্বর ইস্যু তাই ইতিহাসের সাক্ষী হয়েই থাকছে- বলেছেন ফ্যাশনবোদ্ধারা। জনপ্রিয় পপ বয় ব্যান্ড ওয়ান ডিরেকশন খ্যাত মিউজিশিয়ান হ্যারি স্টাইলকে নিয়ে সাজানো হয়েছে প্রচ্ছদ। তার পরনে ছিল ফেমিনিন গাউন আর টাক্সেডো জ্যাকেট। ফ্যাশনের প্রচলিত ধারা আর সব বাধা পেরিয়ে যেতে চান হ্যারি। ভোগ-এর কভারেও তার ব্যতিক্রম হয়নি। পোশাকটি ডিজাইন করেছেন গুচির ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যালেসেন্দ্রো মিশেল। ছবি তুলেছেন টাইলের মিচেল। যিনি ভোগ-এর কভারে কাজ করা প্রথম ব্ল্যাক ফটোগ্রাফার।
ফেনটি x আমিনা মুয়াদ্দি কালেকশন
মিউজিক্যাল সুপারস্টার রিহানার ফ্যাশন ব্র্যান্ড ফেনটি আবার যুক্ত হয়েছে হলিউড সেলিব্রিটিদের ফেবারিট শু ডিজাইনার আমিনা মুয়াদ্দির সঙ্গে। চারটি ভিন্ন ডিজাইনের সালট্রি স্টাইল হিল থাকছে কালেকশনে। করসেট পাম্প, ডোন্ট বি স্কয়ার, রিবন রোপ’স আর কেজড ইন নামে। মেটালিক সিলভার থেকে ইলেকট্রিক ব্লুর মতো নজরকাড়া রঙ ব্যবহৃত হয়েছে হিলে। পয়েন্টি টো আর সুচালো হিলের করসেট পাম্পে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট পিভিসি ম্যাটেরিয়াল, যা ইলেকট্রিক ব্লু শেড দেবে আলোর খেলায়। এতে গোড়ালি জড়ানোর জন্য থাকছে ব্লু পিভিসি লেস। এটা মিলবে হোয়াইট লেদারে ও মেটালিক সিলভার স্টিলেটো স্টাইলে। ডোন্ট বি স্কয়ার হচ্ছে স্কয়ার টোর আদলে তৈরি স্লিং ব্যাক পাম্প। স্যাটিনের রিবন আর ডেলিকেট ক্রিস্টাল এমবেলিশড স্ট্র্যাপে তৈরি হয়েছে এই রোপ হিলগুলো। কেজড ইন মিলবে ইলেকট্রিক ব্লু, হোয়াইট আর জেট ব্ল্যাকে। সবই পাওয়া যাবে ফেনটির অফিশিয়াল ওয়েবসাইটে।
ঢাকায় ইউএস পোলো অ্যাসোসিয়েশনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু
বাংলাদেশে স্টোরটি চালু করেছে কর্ণফুলী গ্রুপ। চলতি বছরের ১৩ নভেম্বর। ঢাকার বনানীর এইচ ব্লকের ১১ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়িতে। সেখানে পুরুষ, নারী ও শিশুদের পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক পণ্যও মিলবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউএস পোলো অ্যাসোসিয়েশন মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাধুলা ও ফ্যাশনবিষয়ক একটি অফিশিয়াল ব্র্যান্ড। পোলোর সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এই ব্র্যান্ড ক্ল্যাসিক আমেরিকান স্টাইলকেও তুলে ধরে। প্রতিষ্ঠানটি ক্ল্যাসিক টি-শার্ট, জুতা, ব্যাগ এবং আনুষঙ্গিকসহ পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের কটন, লিনেনের আরামদায়ক পোশাক সরবরাহ করে। এই পণ্যগুলো বিশ্বের ১৮০টির বেশি দেশে বিকিকিনি হয়।
গত বছর ঢাকার গুলশানে গ্লোবাল ব্র্যান্ড SKECHERS-এর ফ্ল্যাগশিপ চালু করেছিল কর্ণফুলী গ্রুপ। সেখানে স্পোর্টস জুতা সহজলভ্য। বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে www.karnaphuli.com লিঙ্কে।
ফ্যাশন ডেস্ক