ইভেন্ট I ইন্টারন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড পেলেন আজিম উদ্দৌলা
ইন্টারন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি মডেল আজিম উদ্দৌলা। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে যুক্তরাজ্যের ইন্টেগ্রিটি ম্যাগাজিনের উদ্যোগে এ স্বীকৃতি অর্জন করেছেন তিনি। লন্ডন থেকে খবরটি পেয়েছেন আজিম। তবে অতিমারির বাস্তবতায় পুরস্কারটি পেতে দেরি হয়েছে। একই কারণে কানের এবারের আসরে অংশ নিতে পারেননি আজিম। তার সঙ্গে উল্লিখিত পুরস্কারটি ভাগাভাগি করে নিয়েছেন মার্কিন মডেল জসুয়া মুন।
পুরস্কৃত হয়ে আজিম যেমন উচ্ছ্বসিত, তেমনি কিছুটা আক্ষেপও রয়েছে তার। এবারের কান আয়োজনে রেড কার্পেটে হাঁটার কথা থাকলেও সেটা তিনি পারেননি। ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পাশাপাশি তিনটি কসমেটিকস স্পন্সর ব্র্যান্ডের ফটোশুট করার কথা ছিল আজিমের। এমনকি মার্কিন ফ্যাশন ডিজাইনার গ্রেস মুনের থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেগুলোর কিছুই হয়নি। শুধু মহামারির কারণে। এই নিয়েই আজিমের আক্ষেপ। তবে এই বাস্তবতায় অ্যাওয়ার্ড লুফে নিয়েছেন আজিম। দেশ থেকেই রিকয়ারমেন্ট অনুসারে ছবি পাঠিয়েছেন সেখানে। ম্যাগাজিনটি সেই ছবি দিয়েই কাভার করেছে।
আজিমকে সশরীরে না পেয়ে এবং সরাসরি তার হাতে পুরস্কার তুলে না দিতে পেরে দুঃখ প্রকাশ করেছে ইন্টেগ্রিটি ম্যাগাজিনও। ম্যাগাজিনটির ফেসবুক পেজে, এই দুই মডেলকে অভিনন্দন জানানো হয়েছে।
ওই পোস্ট শেয়ার করে আজিম লিখেছেন, ‘…করোনার বিধিনিষেধের কারণে আমি কানে গিয়ে উক্ত আয়োজনে অংশ নিতে পারিনি। ইন্টেগ্রিটি আমাকে পুরস্কৃত করায় আমি সম্মানিত। যদি সশরীরে পুরস্কার নিতে পারতাম, তাহলে সেই প্ল্যাটফর্মে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির দুর্দান্ত সব সৃজনশীল মানুষ আর তাদের সৃষ্টির কথা বলতাম…’
মুঠোফোনে আজিম বলেন, ‘খুবই এক্সাইটিং একটা ব্যাপার। আমি এটা জানার পর যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছি, তখন আমরা সবাই যারা একসঙ্গে কাজ করি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। সব মিলিয়ে ভালোই লাগছে। কিছু অর্জন করলে তো ভালোই লাগে।’
ফ্যাশন ডেস্ক