গেট দ্য লুক I বিধেয় পরিধেয়
প্যাস্টেল, না ডার্ক? বিয়ের পোশাকে কেমন রং মানানসই? জবাব বড়ই জটিল। তবে কিছু এক্স ফ্যাক্টর জানা থাকলে বাছাইয়ের কাজটা সহজ হয়ে যায়। রহস্যোদ্ধারে জাহেরা শিরীন
পার্ক অব প্যাস্টেল
ঝাঁ-চকচকে, গাঢ় রঙের পোশাক পরা ট্র্যাডিশনাল বর-কনে থেকে এক্কেবারে আলাদা, অন্য রকম দেখাতে চাইলে প্যাস্টেল ব্রাইডাল ওয়্যার দিয়েই কিস্তিমাত সম্ভব। আর আয়োজন যদি দিনের বেলা হয়, তাহলে তো কথাই নেই। পাউডার ব্লু, লাইট ল্যাভেন্ডার, কোরাল, মিন্ট গ্রিনের মতো সরবে কালারগুলো দৃষ্টিসুখকর। পরতেও আরাম। রংগুলোর সঙ্গে যেকোনো গয়না পোশাকের জৌলুশে বাধা দেয় না, বরং স্বাতন্ত্র্য সাজের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখন তো #ওয়েডিংগোল মানেই স্বপ্নের মতো সুন্দর সব ছবি। সে ক্ষেত্রে প্যাস্টেল ব্রাইডাল ওয়্যারই এগিয়ে। অ্যাপ্রুভাল দিয়েছেন খোদ ওয়েডিং ফটোগ্রাফাররা। তবে প্যাস্টেল পরার প্রতিকূলতাও কম নয়। অসনাতন, সে ক্ষেত্রে ইতিউতি ভ্রু কুঁচকানি অস্বাভাবিক নয়। খানিকটা আন্ডারড্রেসডও দেখাতে পারে বর-কনেকে। রাতের জন্য তেমন জুতসই নয় প্যাস্টেল ওয়েডিং ওয়্যার। ফ্লাশড আউট দেখাবে আশপাশের আয়োজনের মাঝে। সব ধরনের ফ্যাব্রিকে কিন্তু প্যাস্টেল ওয়েডিং ওয়্যার ভালো দেখায় না। তাই বিয়েতে যদি ভেলভেট বা সিল্ক পরার ইচ্ছা থাকে, প্যাস্টেল কালার প্যালেটে তা পূরণ হবে না। আর খাবারদাবারের ব্যাপারে সাবধান হতে হবে। প্যাস্টেল পোশাকে দাগ কিন্তু দৃষ্টিকটু।
ডার্ক ফ্যান্টাসি
লাল, ফুশিয়া, কমলা, মরচে, মেরুন রংগুলো ব্রাইডালওয়্যারে চিরায়ত হয়ে উঠেছে। সকাল কিংবা রাতে— দিনের যেকোনো সময়ে। ‘মোর ইজ মোর’ সূত্রে বিশ্বাসী ম্যাক্সিমালিস্ট বর-কনের জন্য। বিয়ের জমকালো আয়োজনের সঙ্গে মানিয়ে। পরনের গয়না পোশাকের সঙ্গে মিলিয়ে হোক বা কনট্রাস্টিং— গাঢ় রঙা ব্রাইডাল আউটফিটে মানিয়ে যায় সবই। বিয়ের দিনে নিজেকে কাক্সিক্ষত বডিশেপে দেখাতে ডার্ক ব্রাইডালওয়্যার বেশ জুতসই। যেকোনো ফ্যাব্রিকেই তৈরি করে নেওয়া যায়। তবে বিবেচনায় রাখা চাই কিছু বিষয়। গাঢ় রঙা পোশাকই সব সময় দৃষ্টি আকর্ষণ করে। ফলাফল গয়না আর মেকআপে নজরই পড়ে না। গাঢ় রং তো বিয়েতে সবাই পরে। সুতরাং এ ধরনের পোশাকে ওয়েডিং লুক নিয়ে নিরীক্ষা কঠিন। স্মরণীয় করে রাখাও। সামার ও স্প্রিং ওয়েডিংয়ে গাঢ় রঙা বিয়ের পোশাক কম মানানসই।
মডেল: অরা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: আনজারা জুয়েলারি: স্পার্কেল
ছবি: ইভান সরদার