পোর্টফোলিও I নবলব্ধ
নতুন কেতায় সাজছেন কনেরা। হয়ে উঠছেন স্বতন্ত্র, সমকালীন আর সপ্রতিভ। সব উপায়ে। পুরোনোকে পিছে ফেলে। রীতি-রেওয়াজ, নীতি-নিয়মের ঘেরাটোপের বাইরে। ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে, সাহসী এবং অসনাতন সব ফ্যাশন স্টেটমেন্টে কনেরা হয়ে উঠছেন উবারকুল। তবে কোনো কোনো কনে পূর্বতনের প্রেরণা নিয়ে স্বকীয়তায় উজ্জ্বল। সাজপোশাকে তারই সুস্পষ্টতা। নতুন জীবনের প্রবেশলগ্নে কনেরা কেমন করে সাজবেন, সে সিদ্ধান্ত তার একান্তই নিজস্ব। তেমনই কিছু স্টাইল ডি-কোড করার প্রচেষ্টা ক্যানভাসের পাতাজুড়ে
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: জিয়া উদ্দীন
আনজারা
অলিভ রঙা স্ট্রাকচারড ব্রাইডাল গাউনে ইলাবোরেট স্টোন ওয়ার্ক
মডেল: লিয়া
হাউস অব আহমেদ
অ্যাসিমেট্রিক্যাল লং কামিজের সঙ্গে ব্রাইডাল লেহেঙ্গা। তাতে জমকালো জারদৌসি আর সিকুইন ওয়ার্ক। সঙ্গে স্ক্যালপ্ড হেমের দোপাট্টা
মডেল: ইফা
সাফিয়া সাথি
মেরুন ভেলভেটের প্যান্ট টপে এমব্রয়ডারি ও বিডসের কাজ। সঙ্গে মানানসই দোপাট্টা
মডেল: অন্তরা
বাটারফ্লাই বাই সাগুফতা
জারদৌসি আর কারচুপি কাজের জমকালো ব্রাইডাল লেহেঙ্গাজুড়ে সিকুইন ওয়ার্ক। কোমরে ব্রাইডাল বেল্ট। সঙ্গে ডাবল দোপাট্টার স্টাইলিং
মডেল: তারিন
সারাহ্ করিম
জমকালো জারদৌসি ও কারচুপি ওয়ার্কের ব্ল্যাক ব্রাইডাল ওয়্যার। সঙ্গে মানানসই দোপাট্টা
মডেল: বুশরা