হট স্পট I কৃষি মার্কেট
সে তো পুরোদস্তুর কৃষিপণ্যের বাজার! মোহাম্মদপুরের এ মার্কেটের নাম শুনলে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। প্রায় পাঁচ একর জমির ওপর গড়ে ওঠা এ মার্কেটের দক্ষিণে শিয়া মসজিদ, পশ্চিম পাশে শ্যামলী লিঙ্ক রোড এবং শেখেরটেক।
তবে আরও সহজে চিনতে চাইলে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের রাস্তায় পৌঁছে কয়েক কদম এগোলেই পাওয়া যাবে ঢাকা সিটি করপোরেশন নিয়ন্ত্রিত এ মার্কেট। তবে নব্বইয়ের দশক থেকে কাঁচাবাজারের পাশাপাশি এখানে মিলতে শুরু করে পোশাক, খেলনা, ক্রোকারিজ, ইলেকট্রনিক সামগ্রী, জুতা, জুয়েলারিসহ যাপিত জীবনের জরুরি হরেক রকম পণ্য। আর গেল কয়েক বছরে তো তরুণ প্রজন্মের জন্য অন্যতর আকর্ষণ তৈরি হয়েছে এ মার্কেট ঘিরে। গড়ে উঠেছে জমজমাট স্ট্রিট মার্কেট।
সড়কে কাপড় বিছিয়ে নয়, এখানে সারি সারি ভ্যানে চলে বিকিকিনি। প্রথমেই সিঙ্গেল কুর্তির কালেকশনে চোখ আটকে যাবে যে কারও। জর্জেট, সুতি, লিনেন, ভিসকসে তৈরি। কোনোটাতে এমব্রয়ডারি করা, কোনোটায় লেইসের এমবেলিশমেন্ট। কাট, প্যাটার্নেও মিলবে ভিন্নতা। সলিড কিংবা প্রিন্টেড—সিজন ভেদে কুর্তির স্টাইলের পরিবর্তন হয় কৃষি মার্কেটেও।
লং ড্রেসও মেলে। এগুলোর দাম পাঁচ শর আশপাশে। স্কার্ফের কালেকশনও আছে এখানকার ভ্যানগুলোতে। ছোট, বড়, চওড়া, চিকন, চারকোনা—মিলবে ৫০ থেকে ১০০ টাকায়। পাওয়া যাবে নিট ফ্যাব্রিকের টপ আর ট্রাউজারের কালেকশন। দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। সিঙ্গেল টপ নিয়েও বসেন বেশ কিছু দোকানি। ভিসকস, জর্জেট আর লিনেন দিয়ে তৈরি।
ভ্যানগুলোতে আরও মিলবে হাইএন্ড ব্র্যান্ডগুলোর স্টক রিজেক্টেড পোশাক। তবে অন্যান্য স্ট্রিট মার্কেটের তুলনায় একদমই হাতে গোনা দোকানিদের কাছে। আরামদায়ক ক্রপ টপ, ওভারসাইজড শার্ট, ডেনিমের টপ ছাড়া এখানে বিকোয় নিটের লং ড্রেস, শিমারি বডিকনসহ স্টাইলিশ সব অপশন। ফরমাল, ক্যাজুয়াল থেকে পার্টিতে পরার উপযোগী সব পোশাক।
এ ছাড়া বটমের জন্য মিলবে ডেনিম আর স্কার্টের অনেক ধরনের অপশন। দাম ৩০০ টাকা থেকে শুরু। পোশাকের পাশাপাশি ব্যাগ, জুতা আর জুয়েলারির সংগ্রহও এখানে চোখে পড়ে অনেক বেশি। ফুটওয়্যারে কী নেই—দুই ফিতার সাধারণ স্লিপার স্যান্ডেল থেকে হালের হাইহিল কিংবা নাগরা স্টাইল জুতা—পাওয়া যাবে সবই। দাম ১৫০ থেকে শুরু। ওঠে হাজার অব্দি। তবে এসব স্ট্রিট মার্কেট থেকে কিছু কেনার সূত্র সেই একই। কেনার সময় কোথাও ছেঁড়া কিংবা দাগ আছে কি না, তা দেখে-বুঝে কিনতে হবে, ব্যস!
ফ্যাশন ডেস্ক
মডেল: অন্তরা ও তারিন
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: কৃষি মার্কেট
ছবি: হাদী উদ্দীন