skip to Main Content

পোর্টফোলিও I স্রেফ সমন্বয়!

চটজলদি স্টাইলিংয়ের সহজ সলিউশন। শুধু জানতে হবে সঠিক সূত্রটা। ফুলপ্রুফ কালার মিক্সিংয়ের কৌশলে সিদ্ধহস্ত হতে হলে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন কালার প্যালেট নিয়েও। কমপ্লিমেন্টারি, কনট্রাস্টিং নাকি অ্যানালগ—রঙের মিশ্রণটা হোক আবহাওয়া আর আয়োজনের মর্জি বুঝে। সঙ্গে ক্যানভাস টিমের সাজেশন তো থাকছেই

মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

গ্রামীণ ইউনিক্লো
গোলাপি + বেগুনি

ওয়াইটুকে অনুপ্রাণিত। হালের বার্বিকোর আর ব্যালেকোর ভাইব যাদের পছন্দ, তাদের বেস্ট অপশন এটি। নিমেষেই গার্লিশ চার্ম যোগ হবে স্টাইলিংয়ে

মডেল: মিলি

রাইজ
লাল + সাদা

সাজে সব সময়ই সর্বজনীন এ রং দুটোর মিশেল। ক্ল্যাসিক কালার কম্বিনেশনের তালিকায় শীর্ষে। তাই তো ফান, ফ্লার্টি আউটফিটের জন্য যেমন জুতসই, তেমনি এথনিক পোশাকেও এই কম্বিনেশনের আকর্ষণ এড়িয়ে যাওয়া মুশকিল

মডেল: অনন্যা

পিঙ্ক স্টিচেস বাই রামিসা হোসাইন
সবুজ + কালো

সম্প্রতি ইনস্টাগ্রাম জুড়ে সবচেয়ে জনপ্রিয় এ জোড়। সাজে স্ট্রাইকিং এলিমেন্ট যোগে যথেষ্ট। প্রমাণ? দুয়া লিপার মতো তারকা থেকে ভ্যালেন্টিনার মতো এ লিস্টেড ইনফ্লুয়েন্সারদের ইন্সটা ফিড। যেখানে কালোর সঙ্গে উজ্জ্বল, হলুদাভ সবুজের সমন্বয়ে তৈরি পোশাকের রমরমা নজর কাড়বেই

মডেল: আয়শা

সারা
কমলা + নীল

ভিনটেজ ইন্সপায়ারড এ কালার কম্বিনেশন ফিরিয়ে নিয়ে যাবে নব্বই কিংবা আশির শেষের দিকে। স্পোর্টি, রেট্রো শিক লুকের জন্য অনবদ্য। ফ্যাশনে কালার ব্লকিং কৌশল হিসেবেও চমৎকার। ডায়নামিক লুক তৈরিতে

মডেল: তুবা

 

ক্লাবহাউজ
গোলাপি + কালো

নব্বইয়ের গ্রাঞ্জ কিংবা আশির গ্ল্যাম লুক প্রাণিত এ কালার কম্বিনেশনে বৈপরীত্যই যেন নজর কাড়ে সবচেয়ে বেশি। কোমল গোলাপির সঙ্গে কালোর নাটকীয়তার যোগে রকস্টার গ্ল্যামারাস ভাইবের সুস্পষ্টতা। ট্রেন্ডি, স্মার্ট এবং স্টাইলিশ

মডেল: আকাশ

টুয়েলভ
নীল + সাদা

সামার স্টাইলিংয়ে পারফেক্ট এই কম্বিনেশন। তাই বলে অন্য ঋতুতে পরা যাবে না, ব্যাপারটা মোটেও তেমন নয়; বরং বেসিকটা ঠিক রেখে শেডের হেরফেরে সেরে নেওয়া যাবে সাজের কাজ, যেকোনো সিজনে

মডেল: অনন্যা

র নেশন
নীল + বাদামি

লুকে কনটেম্পরারি ভাইবের জন্য পারফেক্ট অপশন। পরা যাবে যেকোনো সিজনে। কারণ, বাদামির উষ্ণতা দারুণভাবে মানিয়ে যায় নীলের নানান শেডের শীতলতার সঙ্গে। অনায়াসে তৈরি হয় অ্যাসথেটিক স্টেটমেন্ট

মডেল: মিলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top