skip to Main Content

হরাইজন

মেটাভার্সে ফ্যাশন শো

দ্য কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনার অব আমেরিকা [সিএফডিএ] তাদের ৬০ বছর উদ্‌যাপন উপলক্ষে একটি ফ্যাশন শো আয়োজন করে। এ খুব সাধারণ ঘটনা। কিন্তু এখানে বিশেষ বিষয় হচ্ছে, এই ফ্যাশন শো প্রদর্শিত হয়েছে মেটাভার্সে! শোর শিরোনাম ফ্যাশনিং দ্য শেডস অব আমেরিকান ডিজাইন। স্যান্ডনক্স প্ল্যাটফর্ম ছিল সহযোগী। সিএফডিএ সিইও স্টিভেন কল্ব বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে সিএফডিএ প্রথম মেটাভার্স এক্সিবিশন করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে এই কাউন্সিল অতীতকে আধুনিকতার মোড়কে ফরোয়ার্ড ফ্রেমিং করেছে।’ মেটাভার্সে এই শোতে প্রদর্শিত হয়েছে ৬০টি লুক। দর্শকদের জন্য রিয়েল লাইফ মিউজিয়াম এক্সপেরিয়েন্স ছিল এখানে। সাইড গ্যালারিও প্রদর্শিত হয়েছে, যাকে স্টুডিও সিএফডিএ নামে লেবেলিং করা হয়েছিল।

অ্যাডিডাস-জেনা যুগলবন্দি

জেন জির প্রভাব ফ্যাশনবিশ্ব বেশ মাতিয়ে রেখেছে। নেটফ্লিক্সে, হালের জনপ্রিয় জেন জি সেলিব্রিটি জেনা অর্টেগার ‘ওয়েন্সডে’ ঝড়ে কাঁপছে তরুণ প্রজন্ম। জেনার এই দর্শকপ্রিয়তা খেয়াল রেখেছে ফ্যাশন ব্র্যান্ড অ্যাডিডাস। তাই তারা এক ওয়েন্সডেতে ঘোষণা করেছে, তাদের ‘দ্য ফেস অব আ সুন টু বি আনভেইলড লেবেল’ হচ্ছেন জেন জি জেনা। ব্র্যান্ডের অফিশিয়াল বক্তব্য থেকে জানা যায় এই সিদ্ধান্তের কারণ। ‘জেনা অর্টেগা স্টাইল, প্যাশন ও পারপাসের পারফেক্ট কম্বিনেশন। বর্তমান জেনারেশন বিশ্বদরবারে যেভাবে নিজেদের তুলে ধরতে চায়, ঠিক সেভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন’—এটি অ্যাডিডাসের বক্তব্য। নতুন অ্যাম্বাসেডর জেনা অর্টেগাকে সেলিব্রিটি এনডোর্সমেন্টে যুক্ত করার ক্ষেত্রে অ্যাডিডাস তার জীবনযাপন, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়েছে বলে ধারণা করা যায়। এই জেন জি তারকার হাত ধরেই ব্র্যান্ডটির নতুন কালেকশন প্রদর্শিত হবে, অ্যাডিডাস স্পোর্টসওয়্যার শিরোনামে। টার্গেট কাস্টমার জেন জি।

বারবেরির নতুন লোগো

মডার্ন ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি হাজির করেছে নতুন লোগো। তাতে দেখা মিলেছে বেশ কিছু পরিবর্তনের। লেটার প্রসারিত হয়েছে খানিকটা। সাটেল কার্ভ লেটারগুলো সানস শেরিফ ফন্টে লেখা। লেবেলটির লোগোতে দেখা যাচ্ছে পতাকাবাহী অশ্বারোহী নাইটকে। পতাকায় রয়েছে একটি লাতিন শব্দ। যার অর্থ ইংরেজিতে ফরোয়ার্ড আর বাংলায় অগ্রগামী। এই মোটিফ বারবেরির কি সিগনেচার। এ বছরের লন্ডন ফ্যাশন উইকে ফ্যাশনবোদ্ধাদের সামনে আসে। লোগোর এই পরিবর্তনের উদ্দেশ্য বারবেরিকে নতুন রূপে বাজারে নিয়ে আসা এবং ফ্যাশনবিশ্বে আরও জোরালো অবস্থান তৈরি করা। বার্ষিক বিক্রয়ে নতুন রূপ ইতিবাচক প্রভাব রাখবে বলে আশাবাদী এই ফ্যাশন ব্র্যান্ড।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top