হরাইজন
জেরেমি স্কট আর হুন্দাইয়ের আপসাইকেল কতুর
গাড়ির ব্র্যান্ড হুন্দাইয়ের সঙ্গে কাজ শুরু করেছেন ফ্যাশন ডিজাইনার জেরেমি স্কট। উদ্দেশ্য, গাড়ির বাতিল যন্ত্রাংশ ও অ্যাকসেসরিজ ব্যবহার করে ফ্যাশন প্রডাক্ট তৈরি করা। এই কোলাবোরেশন হুন্দাইয়ের রি স্টাইল প্রোগ্রামের একটি উদ্যোগ। এর কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। টপ ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনাররা আপসাইকেল অটোমোটিভ ওয়াস্টগুলোকে ফ্যাশন আইটেমে পরিণত করার উদ্যোগ নেন। চলতি বছরের নির্বাচিত শিরোনাম ছিল ‘টু ব্রেক স্টেরিওটাইপ অব সাসটেইনেবল ডিজাইন’। হুন্দাইয়ের বরাতে জানা যায়, কোরিয়ান কার ব্র্যান্ডের বিদ্যুচ্চালিত গাড়ি থেকে বাতিল সরঞ্জাম সংগ্রহ করে ফ্যাশন পণ্য তৈরিতে ব্যবহার করেন ডিজাইনার স্কট। এতে গাড়ির চাকা, সিট বেল্ট, টেইল লাইটস আর উইন্ডশিল্ড ওয়াইপারসের সঙ্গে ডেডস্টক ফ্যাব্রিকের সন্ধি ঘটান তিনি। উদ্দেশ্য, কতুর কালেকশন তৈরি। সিউলে ২৩ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রদর্শনীটি উপভোগের সুযোগ পেয়েছেন দর্শকেরা।
অ্যাডোবি+প্রাডা
ক্রেতাদের রিয়েল টাইম শপিং এক্সপেরিয়েন্স দেওয়ার উদ্দেশ্যে প্রাডা একটি চুক্তি করেছে কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সঙ্গে। এই বিষয়ে ঘোষণা আসে অ্যাডোবি সামিটে। এই চুক্তির মাধ্যমে প্রাডার ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সুন্দর হবে বলে আশা করা হয়। অনলাইন ও অফলাইন—দুক্ষেত্রেই উন্নত এই প্রযুক্তি উপভোগ করতে পারবেন ক্রেতারা। অ্যাডোবি রিয়েল টাইম কাস্টমার ডেটা প্ল্যাটফর্ম এবং অ্যাডোবি জার্নি অপটিমাইজার—দুয়ে মিলে অ্যাডোবি এক্সপেরিয়েন্স ক্লাউড আর প্রাডা ব্র্যান্ডের মাধ্যমে এই লেবেলের পণ্যসম্পর্কিত বিস্তারিত তথ্য ক্রেতার কাছে পৌঁছে যাবে।
পর্তুগাল ফ্যাশন উইকের ৫২তম অধ্যায়
১৪ থেকে ১৮ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল পর্তুগাল ফ্যাশন উইক। লোকাল ইন্ডাস্ট্রির সফল ডিজাইনারদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের উজ্জ্বল ফ্যাশন ডিজাইনারদের নিয়ে আয়োজিত হয়েছিল এবারের আসর। পোরতোর রুয়া ল্যাটিনো কোয়েল হোর একটি পুরোনো গ্যারেজে শোর আয়োজন করা হয়। তাতে একই পডিয়ামে লোকাল ও ইন্টারন্যাশনাল ডিজাইন বেশ নজর কাড়ে। পর্তুগাল ফ্যাশন উইক ডিরেক্টর মনিকা নেটো বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে পর্তুগিজ ফ্যাশনের প্রচার আমাদের চ্যালেঞ্জ। বিশ্ব দরবারে আমাদের পোশাক তুলে ধরা ছিল এবারের আয়োজনের মূল উদ্দেশ্য।’
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ