পোর্টফোলিও I পাহাড়ি উঠোন পেরিয়ে
কোমরতাঁতে তৈরি পরিধানযোগ্য ট্র্যাডিশনাল ট্রাইবাল আর্ট। ক্ষুদ্র পরিসরে সৃষ্ট, পারম্পরিক প্রথা মেনে। ক্রমেই জায়গা করে নিচ্ছে বিশ্ব ফ্যাশনের মঞ্চে, রেড কার্পেট থেকে র্যাম্পে। থামি, পিনন, ওড়না, রুমাল, গামছা আর চাদরে থেমে নেই সৃজন; তৈরি হচ্ছে শ্রাগ, জ্যাকেট আর ড্রেসের মতো পশ্চিমা শিলুয়েটের সব পোশাক। পাল্টাচ্ছে স্টাইলিংও। হয়ে উঠছে আরবান, স্টাইলিশ, স্মার্ট। ফ্যাশন-ফাইলে সেই চিত্র তুলে ধরতেই ক্যানভাসের এবারের প্রয়াসের সঙ্গী দেশখ্যাত ফ্যাশন ডিজাইনার তেনজিং চাকমা এবং তার পোশাকপ্রতিষ্ঠান সজপদর
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
মারমা
মডেল: সাবরিন আজাদ
লুসাই
মডেল: তাজরিয়ান
তঞ্চঙ্গ্যা
মডেল: জেরিন
চাকমা
মডেল: সাবরিন ইসলাম