ট্রেন্ড-ইন I কার্গো ক্রেজ
খাকি টোন, ব্যাগি শিলুয়েট আর পুরোটা প্যাচ পকেটে ঠাসা। নব্বইয়ের নস্টালজিয়া উসকে দেওয়া এই স্টেপল হয়ে উঠেছে হালের ওয়াইটুকে স্টেটমেন্টের অংশ। মিলিটারি ইন্সপায়ারড ট্রাউজার হলেও এর নতুন মেকওভার মাতাচ্ছে ফ্যাশন বিশ্ব। তৈরি হচ্ছে স্টাইলিশ সব লুক
পোশাক, স্টাইলিং ও মডেল: শ্রাবণী
ছবি: কৌশিক ইকবাল