পোর্টফোলিও I ডুরি লাইফস্টাইল
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
ডুরি লাইফস্টাইল
দেশীয় ফ্যাশনের সাবেকি ধারাকে নতুনভাবে উপস্থাপন করে ক্রেতার মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ২০২১ সালে যাত্রা শুরু করে লাইফস্টাইল এ ব্র্যান্ড। ঢাকার প্রাণকেন্দ্র বনানী ১১ নম্বর রোডে নিজস্ব আউটলেট রয়েছে ডুরি লাইফস্টাইলের। কাঁচামাল, কারিগর আর কারুনৈপুণ্যে প্রথম থেকেই স্থানীয় সংস্থানকে প্রাধান্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি, যা ক্রেতাদের মাঝে বহুল সমাদৃত। এথনিক থেকে ফিউশন—সব ধরনের পোশাক মিলবে ডুরিতে। পাওয়া যাবে থিম বেসড পোশাকও। ব্র্যান্ডটির বেশির ভাগ প্রোডাক্টই পার্টিতে পরে যাওয়ার উপযোগী। যাতে ভিন্নমাত্রা যোগ করেছে কারচুপি আর হ্যান্ড এমব্রয়ডারির মতো সূক্ষ্ম কাজ। ব্র্যান্ডশপটিতে পাওয়া যাবে মসলিন, জামদানি, কাতান, খাদি, রাজশাহী সিল্কসহ আরও অনেক ধরনের ফ্যাব্রিকের পোশাক। সেমি ব্রাইডাল ওয়্যার নিয়ে কাজ করছে শুরু থেকেই। সম্প্রতি কাজ শুরু করেছে ব্রাইডাল নিয়েও। ডুরি লাইফস্টাইলের কর্ণধার নওরিন সুলতানা আদুরীর মূল লক্ষ্য আনকোরা সব সৃষ্টির মাধ্যমে দেশীয় ফ্যাশনকে বিশ্বদরবারে তুলে ধরা।
স্টোর: নীল কমল, হাউস ১০০, বনানী, রোড-১১, ঢাকা।
ওয়েব: Duri Lifestyle
ফেসবুক: Duri Lifestyle
ইনস্টাগ্রাম: Duri_Lifestyle
কেয়ার লাইন: ০১৩১৩৪৯৩১৭৯
মডেল: ফাবলিহা, সাফা, তাজরিয়ান, তাসনিম, অন্তরা ও এফা