পোর্টফোলিও I জে কে ফরেন ব্র্যান্ডস
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
জে কে ফরেন ব্র্যান্ডস
ডিজাইনার ওয়্যার লেবেল জে কে ফরেন ব্র্যান্ডস যাত্রা শুরু করে ২০১৩ সালে। উদ্যোক্তা ওমর ফয়সাল মৃত্তিকের দলে তখন শুধু অল্প কয়েকজন কর্মী। পরবর্তী দুই বছরেই হয় পট পরিবর্তন। ক্রেতা সন্তুষ্টি জোগান দেয় সাহসের। বনানীতে সাজে পসরা। মূল প্রোডাক্ট ডিজাইনার ব্রাইডাল ওয়্যার। বিয়ের সকল পর্বের জমকালো পোশাক একই ছাদের নিচে নিয়ে এসেছে জে কে ফরেন ব্র্যান্ডস। যেন ঐতিহ্য আর সমকালীন নকশার দারুণ সন্ধি!
স্টোর: রোড নং-১১, প্লট নং ৭৬/বি, খাজা প্যালেস, বনানী, ঢাকা।
ওয়েব: jkforeignbrands.com
ফেসবুক: jkforeignbrands
ইনস্টাগ্রাম: jkforeignbrands01
কেয়ার লাইন: ০১৭৯৫৭৪৩৩১০
মডেল: রাব্বী, মৃদুলা, নিহাফ, আরনিরা, প্রেইরি, সজিব ও আনসা