ট্রেন্ড ইন I অ্যান্ড দ্যাটস আ র্যাপ
হেডর্যাপ। পার্সিয়ায় পরিচিতি ডালব্যান্ড নামে। ফরাসি মুল্লুকে ঢুকে নাম পাল্টে হয়ে ওঠে টারবান। প্রাচ্যে ধর্মীয় প্রথা আর মডেস্টির পষ্ট পরিচায়ক। পাশ্চাত্যে পূর্বপ্রাণিত বোহিমিয়ান স্টাইলিংয়ের সেরা উপায়গুলোর একটি। যা বিংশ শতাব্দীর প্রথম দশকে লোকপ্রিয় হয়ে উঠতে শুরু করলেও ক্রেজে পরিণত হয় সত্তরের দশকে। সম্প্রতি আবার জেঁকে বসেছে ট্রেন্ডে
মডেল: তুবা
ওয়্যারড্রোব: সিকোসো ও আমিরা
ছবি: কৌশিক ইকবাল