skip to Main Content

পোর্টফোলিও । টুয়েলভ

ফ্যাশন-সচেতনতার যুগে, ফ্যাশনপ্রেমীদের আরামদায়ক ও মানসম্মত পোশাক উপহার দিতেই ২০১২ সালের ডিসেম্বর সূচনা ঘটে টুয়েলভ-এর। ক্রেতা ও ভোক্তার পছন্দ এবং সাধ্যের সমন্বয় করে যুগোপযোগী পোশাকই এই ব্র্যান্ডের বৈশিষ্ট্য। ক্রেতাদের রুচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের ফ্যাশন ব্র্যান্ডকে দেশের প্রথম সারিতে এরই মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে টুয়েলভ ক্লদিং। ডিজাইনের ক্ষেত্রে আধুনিক ও স্বস্তিদায়ক পোশাকে বেশি মনোযোগী। এথনিক কালেকশনকে প্রাধান্য দিলেও ওয়েস্টার্ন পোশাকেরও রয়েছে দারুণ সম্ভার। দেশীয় সংস্কৃতির পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিখ্যাত মোটিভগুলো কাজে লাগিয়েই ডিজাইনে ভিন্নতা আনে। ব্র্যান্ডটির আউটলেটে নারী, পুরুষ ও শিশুদের থ্রিপিস, কাফতান, কুর্তি, গাউন, কাবলি, পাঞ্জাবি, কটি, ডেনিম, টুইল প্যান্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট, লেগিংস, পালাজো, স্কার্ফসহ প্রায় সব ধরনের পোশাকের সমাহার রয়েছে। এ ছাড়া মিলছে নবজাতকদের পোশাক। মেয়েদের কুর্তির ক্ষেত্রে নিজস্ব কাট-প্যাটার্ন ব্যবহার করে টুয়েলভ, যা ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে ৪০টি আউটলেট রয়েছে এই ব্র্যান্ডের।
শাখা: ঢাকা: প্লট ১৩, রোড ৩, উত্তরা; সোনারগাঁও জনপদ রোড, উত্তরা মডেল টাউন; কেবি স্কয়ার, রোড ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি; ব্লক সি, বনশ্রী; ব্লক এম, দক্ষিণ বনশ্রী; ব্লক ডি, চিড়িয়াখানা রোড, মিরপুর ২; সনি স্কয়ার, সেকশন ২, মিরপুর; রমজান নেছা সুপার মার্কেট, মিরপুর ১২; শপ ১এ ০০১ ও ১এ ০০২ (দ্বিতীয় তলা), যমুনা ফিউচার পার্ক; জিবি ১৮-২০ (নিচতলা), জোন বি, যমুনা ফিউচার পার্ক; লেভেল ১, ব্লক ডি, বসুন্ধরা সিটি; লেভেল ২, ব্লক সি, বসুন্ধরা সিটি; টাইমস স্কয়ার, মোহাম্মদপুর; গোলাম মোস্তফা গার্ডেন, র‌্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারী; ইউনিটি কটেজ, শহীদ বাকী সড়ক, খিলগাঁও। নারায়ণগঞ্জ: আলমাস পয়েন্ট শপিং সেন্টার, বঙ্গবন্ধু রোড। ফেনী: ৫১, শহীদুল্লাহ কায়সার সড়ক; আইকন খাজা টাওয়ার, শহীদুল্লাহ কায়সার সড়ক। ময়মনসিংহ: ২৮ মেহেদী খান সাহেবের বাড়ি, চরপাড়া। টাঙ্গাইল: জেলা সদর রোড, আকুরটাকুর পাড়া; কুতুব মঞ্জিল, জেলা সদর রোড। রাজশাহী: কুমারপাড়া রোড, বোয়ালিয়া। বগুড়া: কফিলউদ্দিন প্লাজা, কালীবাড়ি মোড়। কুষ্টিয়া: আর এ খান রোড, থানাপাড়া। যশোর: ৭৮/ডি, মুজিব সড়ক। খুলনা: তাইবা সেন্টার, মজিদ সরণি, সোনাডাঙ্গা। নোয়াখালী: খালেদা শপিং সেন্টার, টাউন হল মোড়। কুমিল্লা: এম আলী টাওয়ার, রানীর বাজার, কান্দিরপাড়; কিউআর টাওয়ার, (দ্বিতীয় ও চতুর্থ তলা) বাদুরতলা, কান্দিরপাড়। বরিশাল: পুলিশ লাইনস রোড। সিলেট: কুমারপাড়া ডুপ্লেক্স বিল্ডিং, কোতোয়ালি সদর, কুমারপাড়া। সাতক্ষীরা: মোল্লা টাওয়ার, আবুল কাশেম রোড। ফরিদপুর: হাকিম টাওয়ার, পূর্ব খাবাশপুর। হবিগঞ্জ: ৩৮৩৪, সুলতান মাহামুদপুর। চট্টগ্রাম: বিপণিবিতান, নিউমার্কেট। কক্সবাজার: বঙ্গবন্ধু সড়ক, লালদিঘির পাড়। মৌলভীবাজার: ১১২, স্যার এম সাইফুর রহমান রোড। সিরাজগঞ্জ: হাউস ৩১৫, এসএস রোড।

ওয়েবসাইট: Twelvebd.com
ফেসবুক: www.facebook.com/Twelvebd
ইনস্টাগ্রাম: twelveclothinglifestyle
কেয়ার লাইন : ০১৯৭৭৮৯৩৫৮৩
ছবি: তানভীর খান

গাঢ় জলপাই রং পাঞ্জাবি-পাজামা। সেলফ প্রিন্ট ফ্যাব্রিক। সঙ্গে কটির সঙ্গত
মডেল: আজরাফ

লেমন গ্রিন ফ্রক। জমিনে প্রিন্টের নকশা। উজ্জ্বল নীলের বর্ডার
মডেল: আফসানা

বটল গ্রিন সালোয়ার স্যুট। নকশায় উজ্জ্বল রঙের ব্যবহার। নেকলাইনে সারল্য
মডেল: ফাবলিহা

সাদা সিল্ক পাঞ্জাবির জমিনজুড়ে রৈখিক নকশা। বাটনপ্লেটে সরল অলংকরণ। সঙ্গে সাদা পাজামা
মডেল: আজরাফ

সাদা কামিজে হালকা গোলাপি আর সবুজের অলংকরণ। শুভ্র ওড়না
মডেল: জাকিয়া

কো-অর্ডিনেটেড সেট। কলারে কারুকাজ
মডেল: তানজিদা

ক্যাশুনাট কালারের পাঞ্জাবি। বাটনপ্লেটে নকশা
মডেল: দীপ

কালো পাঞ্জাবি পাজামা। আনকোরা বাটনপ্লেট
মডেল: প্রসাদ

কালো জমিনের লং ফ্রক। তাতে ফুলের উপস্থিতি। নেকলাইনে ভিন্নতা
মডেল: ফাবলিহা

ফিরোজা রং পাঞ্জাবি। বাটনপ্লেটে কারুকাজ
মডেল: আজরাফ

লেমন গ্রিন কামিজে উজ্জ্বল লালের নকশা। দুই রঙের রঙিন শিফন ওড়না
মডেল: মৃদুলা

রাসেটের পাঞ্জাবিতে মিনিমাল নকশা
মডেল: প্রসাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top