পোর্টফোলিও । ফিট এলিগেন্স
দেশীয় ফ্যাশনশিল্পে ফরমাল পোশাকের জনপ্রিয় নাম ফিট এলিগেন্স। যাত্রার শুরুটা ২০০১ সালে। ঢাকাসহ নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে মোট ১২টি শোরুম খুলেছে প্রতিষ্ঠানটি। ফিট এলিগেন্সের মূলমন্ত্র- কোয়ালিটি, কাস্টমার সার্ভিস এবং ট্রেন্ডি ফ্যাশন। তাই সবার কাছে স্যুট, ব্লেজার ও ট্রাউজারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি। করপোরেট জগতে ‘স্যুট মানেই ফিট এলিগেন্স’—এই আস্থা অর্জন করতে পারা ব্র্যান্ডটিতে নারী ও পুরুষ উভয়ের পোশাকের কালেকশন রয়েছে। মেয়েদের পোশাকের বৈশিষ্ট্য আলাদা, তাই মেয়েদের পোশাক ফিমে নামের ফিট এলিগেন্সে পাওয়া যাচ্ছে। রেডিমেডের পাশাপাশি টেইলর মেড সার্ভিসও রয়েছে ব্র্যান্ডটির। যেখানে নিজস্ব পছন্দ অনুযায়ী পারফেক্ট মাপে স্যুট, ব্লেজার, প্যান্ট বা শার্ট বানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে সবার জন্য। ফরমাল পোশাকের পাশাপাশি ফিট এলিগেন্সে রয়েছে যাদীদ নামে পুরুষদের পাঞ্জাবি ও কাবলি কালেকশন। এ ছাড়া নারীদের জন্য রয়েছে দুটি কুর্তি কালেকশন—ভাইব্রেন্ট ও ওয়াজা নামে। বর্তমানে ফিট এলিগেন্সের সব শোরুমে এগুলো পাওয়া যাচ্ছে। দেশের সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে ফিট এলিগেন্স তাদের কালেকশনে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য সংযোজন করে থাকে। ফলে টাই, সক এবং পারফিউমও মিলবে পণ্যতালিকায়। দেশের ফ্যাশন জগতে অবদান রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও প্রতিনিয়ত অবদান রেখে চলছে ব্র্যান্ডটি। শুধু দেশের ক্রেতাদের মাঝেই নয়, বিদেশি অনেক ক্রেতার কাছেও সমাদৃত ফিট এলিগেন্স। অদূর ভবিষ্যতে ফিট এলিগেন্স আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে—এমনটাই আত্মবিশ্বাস এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
শাখা: শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, তেজগাঁও, ঢাকা। সেক্টর ৭, উত্তরা, ঢাকা। আনাম র্যাংগ্স প্লাজা, ধানমন্ডি, ঢাকা। মিরপুর সার্কেল ১০, সেক্টর ৬, ঢাকা। নাভানা বেইলি স্টার, ৯ বেইলি রোড, ঢাকা। বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। যমুনা ফিউচার পার্ক, ঢাকা। নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। আর্কেডিয়া শপিং মল, আম্বরখানা, সিলেট। ক্যাথারসিস টাওয়ার, বনানী, ঢাকা। আখতার স্কয়ার ১, বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ। গোল্ডেন প্লাজা, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।
Facebook: https://www.facebook.com/FIT.ELEGANCE
Instagram: https://www.instagram.com/fit_elegance
Linkedin: https://bd.linkedin.com/company/fitelegance
Web: https://fitelegance.com
হটলাইন: +৮৮-০১৮৪-৪২২২২১৩ +৮৮-০১৮৪-৪২২২২১৯
ছবি: তানভীর খান
সাদা সুতি পাঞ্জাবিতে গঠনগত নকশার সরলতা। সঙ্গে সাদা চুড়িদার
মডেল: কোকো
ডাস্টি পিংক কালারের পাঞ্জাবি। রেখার নান্দনিক ব্যবহারে নকশা। সাদা চুড়িদারে সম্পন্ন
মডেল: রাফি
জর্জেট ফ্যাব্রিকের ওয়ান পিস। সেপিয়া কালার। মিনিমালিস্টিক ডিজাইন। স্লিভে বলপ্রিন্টের বর্ডার
মডেল: মাহালেকা ও জলি
সাদা জমিনে ন্যাচারাল মোটিফের কো-অর্ডিনেটেড সেট
মডেল: আরনিরা
দুধ-সাদা স্লিম ফিট পাঞ্জাবি। সঙ্গে চোষ পাজামা
মডেল: আকাশ
পিস্তাসিও গ্রিন লং টপ। মোটিফে টিউলিপ। হাতার নকশা ঢিলেঢালা
মডেল: জলি
উজ্জ্বল হলুদ জমিন। তাতে কালো টিউলিপ। লুজ প্যাটার্ন স্লিভ
মডেল: লিন্ডা
আইভরি কালার সিল্ক পাঞ্জাবি। নকশার সামান্যতা
মডেল: কোকো
পিনাট কালারের পাঞ্জাবি। অফ হোয়াইট বোটানিকাল অলংকরণ
মডেল: আকাশ
কালো রং টিউনিক। সলিড আর প্রিন্টের কম্বিনেশন। বাটনের ব্যবহার শুরু থেকে শেষ অবধি। হাতায় কুঁচি
মডেল: আরনিরা
সেলফ প্রিন্টেড ফ্যাব্রিক। কালোর উজ্জ্বলতায় উদ্ভাসিত। নেকলাইনে রঙের ভিন্নতা। সঙ্গে কালো পাজামা
মডেল: তমাল