পোর্টফোলিও । অরণ্য
প্রকৃতির রংকে পোশাকে ফুটিয়ে তোলার মুনশিয়ানা নিয়ে পথচলা অরণ্যর। কারুশিল্পী রুবি গজনভী ১৯৯০ সালে গড়ে তোলেন এই ফ্যাশন হাউস। ব্র্যান্ডটির দেশজুড়ে রয়েছে তিন হাজারের মতো কারিগর। তাই রং ও ডিজাইনে গতানুগতিকতার বাইরে হেঁটেও ৩৪ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ডটিকে নেতৃত্ব দিচ্ছেন এর ম্যানেজিং ও ক্রিয়েটিভ ডিরেক্টর নওশীন খায়ের। পরিবেশবান্ধব প্রাকৃতিক রঙের পোশাককে জনপ্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নতুন রং আহরণ এবং প্রচলিত প্রাকৃতিক রংগুলোর স্থায়িত্ব বাড়ানো নিয়ে গবেষণার কাজেও নিয়োজিত অরণ্য। ব্র্যান্ডটির রয়েছে দেশি-বিদেশি নিয়মিত ক্রেতা; যারা পরিবেশসচেতন। প্রাকৃতিক রঙের সুতা দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কাঁথাস্টিচ, জামদানি ও সিল্ক শাড়ি তৈরিতেও এর সুনাম রয়েছে। অরণ্যর প্রোডাক্ট লাইনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, সালোয়ার-কামিজ, শাল, টপস, জুয়েলারি, অ্যাকসেসরিজ, জুতা, ব্যাগ, আনস্টিচ ফ্যাব্রিক, বেত, কাচের তৈরি টেবিলওয়্যার, পিতল ও মাটির তৈরি শোপিস, বই, সিডিসহ বিভিন্ন হাউসহোল্ড পণ্য। আর শিশুদের জন্য রয়েছে আলাদা কর্নার। শরীরের জন্য ক্ষতিকর নয় এমন রং ব্যবহার করে তৈরি হয়েছে তাদের পোশাক।
রাজধানীতে দুটি শোরুম রয়েছে অরণ্যর। রয়েছে ওয়েবসাইট ও ডিজিটাল পণ্য বিপণন ব্যবস্থাও। যে কেউ অর্ডার করলে সময়মতো পেয়ে যাবেন ডেলিভারি।
বনানী শাখা: ফ্লাগশিপ শোরুম: বাড়ি ২৮, রোড ২০, ব্লক কে, বনানী।
ধানমন্ডি শাখা: বাড়ি ৩৩ (পুরাতন ৩১৬ এ), রোড ১৬ (পুরাতন ২৭), ধানমন্ডি, ঢাকা।
ওয়েব: https://aranya.com.bd/shop
ফেসবুক: https://www.facebook.com/aranyacrafts/
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/aranya_crafts/
কেয়ার লাইন: ০১৭৮৭৬৫৯২৭৭ (বনানী), ০১৭৫৫৫০৯৯০১ (ধানমন্ডি)
ছবি: কৌশিক ইকবাল
ডার্ক কফিতে বুনো নকশা। পাড়ে জ্যামিতির লিরিক
মডেল: ইকরা
ছাই রং শাড়ি। তাতে সাদা ফুলের উচ্ছ্বাস। পাড়ে জিওমেট্রিক মোটিফ
মডেল: রোজ
কমফি হাফশার্ট। গ্রে-হোয়াইটের টুগেদারনেস
মডেল: আজরাফ
সিল্ক শাড়ি। কালো আর ফিরোজার অনবদ্য বিন্যাস
মডেল: আনসা
মাখন রং জমিনে বাদামি কারুকাজ। পাড়ে ও আঁচলে সুতোর কাজ
মডেল: ইকরা
হাফ স্লিভের টাইডাই ফতুয়া। সঙ্গে ওয়াইড লেগ ট্রাউজার
মডেল: ফাহিম
ফিরোজা, সাদা, কালোর কম্বিনেশনে টাইডাইড শাড়ি। সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ
মডেল: রোজ
ন্যাচারাল টাইডাইয়ের সুতির পাঞ্জাবি। সঙ্গে মানিয়ে পাজামা
মডেল: আজরাফ
চা রং শাড়ি। ফিতা পাড়। ব্লাউজে আনকোরা কাট
মডেল: আনসা
ফিরোজা ফিমেল পাঞ্জাবি। সঙ্গে ওয়াইড লেগ বটম। নকশার বাহুল্যহীন
মডেল: আনসা
বাদামি-সাদা জমিনের শাড়ি। তাতে ফিরোজা পাড়। নকশায় জ্যামিতিক প্রতীক
মডেল: ইকরা
সুতির পাঞ্জাবিতে রৈখিক নকশার অলংকরণ। জমিনে ফিরোজা। তাতে সাদা রং
মডেল: ফাহিম