পোর্টফোলিও । ব্লুচিজ
২০২১ সালে যাত্রা শুরু করে ব্লুচিজ। দেশীয় এই ফ্যাশন ব্র্যান্ড গ্লোবাল ট্রেন্ড আর দেশি ডিজাইনের মিশেলে আধুনিক পোশাক তৈরি করছে ফ্যাশনপ্রেমীদের জন্য। ব্লুচিজ এর হাত ধরেই ২০২৩ সালে যাত্রা শুরু করে, ঐতিহ্য আর নতুনত্বের অনন্য মিশেল ‘বেলওয়ারি বাই ব্লুচিজ’। দেশীয় ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে নতুনরূপে ফ্যাশনপ্রেমীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে ব্লুচিজ-এর এই সাব-ব্র্যান্ড। জামদানি নিয়ে কাজ করার জন্য তারা প্রাধান্য দেয় সেরা মানের রং ও সুতা দিয়ে বুনন। এ ছাড়া জামদানির নকশা এবং কারুকাজে থাকবে নতুনত্ব। হাফসিল্ক ও ফুল কটন—দুই ধরনের জামদানিই পাওয়া যাবে বেলওয়ারিতে। এ ছাড়া ৮০ কাউন্ট থেকে শুরু করে ২০০ কাউন্ট পর্যন্ত জামদানি শাড়ি থাকবে বেলওয়ারির সংগ্রহে। রূপসী বাংলার কারিগরদের তৈরি জামদানি আলোড়িত করেছিল মোগল অন্দরমহল, সুনিপুণ এই শিল্পের সুতায় বোনা রয়েছে ইতিহাসের প্রতিচ্ছবি, নকশার ভাঁজে জড়িয়ে আছে না বলা শত গল্পে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁতশিল্পীদের অক্লান্ত প্রয়াস। বেলওয়ারি স্বপ্ন দেখে রেনেসাঁ হয়ে ওঠার, প্রজন্মের পর প্রজন্ম তাঁতিদের জীবনযাত্রায় নব আলোর দিশা দেখাবে বেলওয়ারি। শুধু শাড়ি নয়, বেলওয়ারিতে আপনি ধারণ করবেন শতবর্ষী চরকায় বোনা গল্প আর সুনিপুণ হাতে গড়া একেকটি শিল্পকর্ম।
বেলওয়ারির প্রতিষ্ঠাতা ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘বাহারি নকশা আর সুনিপুণ কারুকাজের এই শিল্প আমাদের সম্পদ। বেলওয়ারি এই শিল্পের উন্নয়নে কাজ করে যাবে।’ সহপ্রতিষ্ঠাতা সিমিন জামান বলেন, ‘দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, তাঁত ও তাঁতিদের বিশ্বদরবারে তুলে ধরাটাই প্রধান লক্ষ্য আমাদের।’
বেলওয়ারির সব জামদানি শাড়ি পাওয়া যাবে Blucheez-এর ঢাকা ও চট্টগ্রামের সকল আউটলেট এবং ওয়েবসাইটে।
ওয়েবসাইট:www.belwari.com, www.blucheez.com.bd
ফেসবুক: blucheezbd
ইনস্টাগ্রাম: blucheezbd
কেয়ার লাইন: ০১৭১৩২৯৯৭৫৪
ছবি: সালেক বিন তাহের ও তানভীর খান
গোলাপির কোমল সুন্দরতা, তাতে অফ হোয়াইট নকশা। জমিনজুড়ে ফুল ও পাতা। পাড়ে জামদানির চেনা নকশা
মডেল: আজমেরী হক বাধন
মেরুন জমিন জামদানি। একই রঙের কারুকাজ শাড়িজুড়ে। তাতে সোনালি আলোকচ্ছটায় উজ্জ্বল
মডেল: ইফা
বাদামি জমিনজুড়ে সাদার নান্দনিকতা। সোনা রং সুতার মিনিমালিস্ট মোটিফ
মডেল: আজমেরী হক বাধন
হালকা আকাশি মোহময়তা জমিনজুড়ে। ম্যাট গোল্ডেনের আভায় স্নিগ্ধতা
মডেল: ইফা
পিচ ব্লাশ রেগুলার ফিট পাঞ্জাবি। ম্যান্ডারিন কলারে জ্যামিতিক নকশা। সঙ্গে সাদা চোষ পাজামা
মডেল: আকাশ
গোলাপি শেডের রহস্যময় রং মিষ্টি পিংক। নেকলাইন পেটাল শেপড। স্নিগ্ধ জারদৌসিতে হীরণ¥য়
মডেল: আরনিরা
‘ফ্রেশ অ্যান্ড ওয়াইল্ড’ কালার পাঞ্জাবি। ম্যান্ডারিন কলার। বাটন প্লেট ঘিরে পরিশীলিত জারদৌসির কারুকাজ। কাঁধের অলংকরণে পরিশীলন
মডেল: কোকো
পিচ ওমব্রে সালোয়ার স্যুট। সুই-সুতার কারুকাজে নান্দনিক। এমব্রয়ডারিতে ছোট মোটিফের উপস্থিতি। সি-থ্রু ওড়না আর সালোয়ার। চিকন লেসে সরল সৌন্দর্য
মডেল: মাহালিকা
মেরুন র সিল্ক কামিজ। নেকলাইন ডিপ ভি নকশা। সিকোয়েন্সে অলংকরণ। স্লিভ আর বটমে নকশা করা বর্ডার
মডেল: জলি
কালো সেলফ টেক্সচারড পাঞ্জাবি। হাতের কাজের মিনিমালিস্টিক নকশায় সহজ-সুন্দর
মডেল: তমাল
পিচ কালার লং ফ্রক। নেকলাইনে ডাস্টি পিংক কালারের পপ-আপ। অলংকরণে। সালোয়ার আর ওড়নায় পরিপূর্ণ
মডেল: লিন্ডা
শুভ্র-সাদা পাঞ্জাবি। বাটনলাইনে মানানসই এমব্রয়ডারি
মডেল: রাফি