হরাইজন
গ্যাপ x ডোন
লিমিটেড এডিশন কালেকশন নিয়ে এসেছে গ্যাপ ও ডোন। রিটেইল ব্র্যান্ড হিসেবে বিশ্বে দারুণ নাম কামিয়েছে গ্যাপ। আর এবারের সংকলনে সঙ্গে যুক্ত হয়েছে লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্র্যান্ড ডোন। সামার ক্যাপসুল কালেকশনের জন্য কাজ করেছে একসঙ্গে। থিম কটেজকোর। সাশ্রয়ী মূল্যে সিগনেচার প্রোডাক্ট থাকছে। ফেমিনিন ফ্লাওয়ার আর ভিসি চেক ব্যবহৃত হয়েছে পোশাকগুলোতে। ডেনিম বার্ন জ্যাকেট আর ওয়াইড লেগ ট্রাউজারও আছে। পাওয়া যাবে গ্যাপের ওয়েবসাইটে। নস্টালজিয়াপ্রাণিত পুরো প্রোডাক্ট লাইন।
ভিক্টোরিয়া সিক্রেটের অ্যানুয়াল ফ্যাশন শো
৫ বছর পরে রানওয়ে-স্পটলাইট-মিউজিকের দুনিয়ায় ফিরছে ভিক্টোরিয়া সিক্রেট। গুঞ্জন নয়। নিউজ অফিশিয়াল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের অফিশিয়াল অ্যাকাউন্টে দেখা গেছে পোস্ট। ব্র্যান্ডটির পাবলিক স্টেটমেন্টে আরও জানা যায়, এই ফ্যাশন শোতে ভিক্টোরিয়া অ্যাঞ্জেলরা ঠিক সেভাবে উপস্থাপিত হবেন, যেভাবে দর্শকেরা তাদের দেখার জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। একই সঙ্গে সেখানে উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে নারী নেতৃত্বে পুরো আয়োজন পরিপূর্ণ করার বিষয়ে। ফ্যাশন কিউর পাশাপাশি সংগীত পরিবেশনেও থাকবে চমক। আরিয়ানা গ্র্যান্ডে, টেইলর সুইফট ও জাস্টিন বিবার সুরের তালে তালে দর্শক মাতাবেন। ২০১৯ সালে আয়োজন সম্পন্ন হলেও আর পর্দা ওঠেনি এই ফ্যাশন শোর। মাদার কোম্পানি এল ব্র্যান্ডস বাতিল করেছিল সেই মহাযজ্ঞ। এবারের ঘোষণায় নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। তবে বলা আছে ফল সিজনে বসবে আসর।
রেড সি ফ্যাশন উইক
সৌদি আরবের প্রথম সুইমওয়্যার শো। ১৭ মে পর্দা ওঠে এই ফ্যাশন রানওয়ের। নীল সুইমিংপুলের চারপাশে ঘুরে ঘুরে প্রদর্শিত হয় সামার ফ্যাশন এসেনশিয়াল ওয়্যার। আয়োজনের ব্যাকড্রপে ছিল পামগাছের সারি। প্রোডাক্ট লাইনে দেখা যায় ডিপ ভি নেকলাইনের ওয়ান পিস, অফ শোল্ডার টপ। কালার প্যালেটে ছিল রয়েল ব্লু, মাস্টার্ড ইয়েলো, হান্টার গ্রিন ও মেরুন। সাদা লেসের আভিজাত্য ছিল নজরকাড়া। মুক্তার মালা, মেটালিক ফ্যাব্রিক, ফিশনেটের নিখুঁত উপস্থাপন দেখা গেছে। আলোচিত এই পুল সাইড ফ্যাশন শোর আয়োজক ছিল ইএইউ ব্র্যান্ড রেড সি।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ