skip to Main Content

ফিচার I তাপানুকূল

আবহাওয়ার আভাসে পাল্টে যাক ওয়্যারড্রোবের কি-পিসগুলো। স্বস্তিজাগানিয়া পোশাকে তৈরি হোক সিজনের স্টেটমেন্ট লুক

গ্রীষ্ম, বর্ষা, শীত। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ছয় ঋতুর দেশে এই তিন মৌসুমের পরিবর্তন অনুভূত হয় জোরালোভাবে—মার্চ থেকে জুন পর্যন্ত গরম, জুন থেকে অক্টোবর অবধি বৃষ্টি আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি শীত। গ্রীষ্মকালে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। শীতে তা কমে আসে ১৯ থেকে ২৯ ডিগ্রিতে।
এসব খুঁটিনাটি জানতেই হবে এমন কোনো কথা নেই; তবে জানা থাকলে ভালো। আবহাওয়া বুঝে আলমিরা গোছালে নিত্যদিনের পোশাক পরিকল্পনা সহজ হতে পারে। পোশাকে অস্বস্তিও কমবে।
১০ থেকে ২০ ডিগ্রি
দেশে শীত আসে অতিথি হয়ে। অল্প সময়ের জন্য। মূলত জানুয়ারি মাসে, অর্থাৎ বাংলা দিনপঞ্জির পৌষ-মাঘে আসে শীত। নিম্ন তাপমাত্রায় অনভ্যস্ত হওয়ায় এ সময় অনেকে হিমশিম খান ঠান্ডা সামলাতে। কোন পোশাক পরা হবে, লেয়ারিং কীভাবে হবে, কোন ম্যাটেরিয়ালে মিলবে একটু ওম; আবার জবুথবুও লাগবে না। কী অনুষঙ্গ যোগ করলে স্টাইলিশ দেখাবে, তা নিয়েও চলে হাজার রকম নিরীক্ষা। কারণ, বাতাসে শীতের সুবাস, পাতাঝরার গানের পাশাপাশি এ সময়টা দারুণ উৎসবমুখরও।
 ম্যাটেরিয়াল: লাইট উল, লেদার অথবা পানিরোধী ফ্যাব্রিকের লেয়ারিং। সুতি অথবা অন্য যেকোনো পাতলা ফ্যাব্রিকের ইনার।
 কি-পিস: মিডিয়াম ওয়েস্ট কোট, ফার ভেস্ট, পঞ্চ। মেঘলা দিনে ট্রেঞ্চ কোট, আর অনেক বাতাস থাকলে লেদার কোট।
 অ্যাকসেসরিজ: শু, বুট, অ্যাংকেল বুট, টাইটস, ফার কলার, স্কার্ফ। মোজা আবশ্যক নয়।
২১ থেকে ৩০ ডিগ্রি
মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝ সময় অবধি দেশে তাপমাত্রা থাকে স্বস্তিকর। বসন্ত বাতাসের এ সময়ে শীতের পরশ অনেকটা কম থাকে। আকাশের রোদও থাকে মিষ্টি, আরামদায়ক। শীতপোশাকের চাহিদা থাকে না। আবার ঠিক গরমের প্রচণ্ড তাপও কষ্ট দেয় না।
 ম্যাটেরিয়াল: কটন, লিনেন।
 কি-পিস: কামিজ, টপস, শার্ট। বটমে স্কার্ট, ট্রাউজার।
 অ্যাকসেসরিজ: ওপেন ব্যাক স্যান্ডেল, সানগ্লাস।
৩১ থেকে ৪০ ডিগ্রি
৩১ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা দীর্ঘ সময়জুড়ে থাকে এই অঞ্চলে। গ্রীষ্ম, বর্ষা এমনকি শরতেও তা পাওয়া যায়; যা বছরের প্রায় অর্ধেকটা জুড়ে বিদ্যমান। বাতাসের আর্দ্রতার তারতম্য ও বায়ুবেগের হিসাবে উষ্ণতা অনুভূত হয় আরও বেশি।
 ম্যাটেরিয়াল: ব্রিদেবল কটন, লাইটওয়েট লিনেন।
 কি-পিস: লাইটওয়েট ব্লেজার, সিল্ক ব্লেন্ডেড শার্ট, ব্রিদেবল টপ। বটমে কটন প্যান্ট।
 অ্যাকসেসরিজ: ওপেন টো শু, সামার হ্যাট।

 সারাহ্ দীনা
মডেল: সিয়াম
মেকওভার: পারসোনা মেনজ
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top