পোর্টফোলিও I ক্লোদেন
২০২১ সালে যাত্রা শুরু প্রতিষ্ঠানটির। স্বপ্নবাজ শুরু থেকেই। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে বেশ আত্মপ্রত্যয়ী। প্রতিটি পণ্যের নকশায় মূলত ২০ থেকে ৪৫ বছর বয়সী ক্রেতাদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এই এজ-গ্রুপই রয়েছে ব্র্যান্ডটির ফোকাস বা টার্গেট কাস্টমারদের তালিকায়। পাশাপাশি সব বয়সী ক্রেতার কথা মাথায় রেখে নিজেদের প্রোডাক্ট লাইন সাজিয়েছে ব্র্যান্ডটি। ২০২৩ সাল থেকে শুরু করেছে জুনিয়র ক্লোদেন। ২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য সময়োপযোগী ট্রেন্ডি সব পোশাকের সমাহার নিয়ে। এথনিক, মডার্ন, ওয়েস্টার্ন ও ফিউশন—মিলবে সব স্টাইলের পণ্য।
সিগনেচার, প্রিমিয়াম ও রেগুলার—তিন ক্যাটাগরিতে ক্লোদেন সাজিয়েছে পণ্যসম্ভার। তাতে নতুন মাত্রা যোগ করেছে এবারের উইন্টার কালেকশন। সময়ের ভাষা বুঝে ট্রেন্ডি ও ইউনিক সব প্রোডাক্ট নিয়ে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইতিবাচক ভূমিকা রাখতে ব্র্যান্ডটি বেশ আশাবাদী।
আউটলেট: হাউস ৬০, রোড ১০, ব্লক ডি, বনানী, ঢাকা; ২/এফ, ১৭ নবাব স্ট্রিট, ওয়ারী, ঢাকা।
মডেল: প্রজ্ঞা, নাইফ, ইমরান, রাব্বি, জেমিম, প্রাজ্ঞ্য, মানহা ও রাজকন্যা
স্টাইলিং: তাবিন্দা
ফ্যাশন ডিরেকশন: কল্প
ছবি: সাগর হিমু
ফেসবুক: Klothen.shop
ওয়েব: www.klothen.shop
ইনস্টাগ্রাম: klothen.shop
কেয়ারলাইন: ০১৩২২৮৯৪৯৯০