skip to Main Content

পোর্টফোলিও I ফিট এলিগেন্স

দেশীয় ফ্যাশনশিল্পে ফরমাল পোশাকের জনপ্রিয় নাম ফিট এলিগেন্স। যাত্রার শুরুটা ২০০১ সালে। ঢাকাসহ সিলেট ও চট্টগ্রামে মোট ১২টি শোরুম খুলেছে প্রতিষ্ঠানটি। ফিট এলিগেন্সের মূলমন্ত্র—কোয়ালিটি, কাস্টমার সার্ভিস এবং ট্রেন্ডি ফ্যাশন। তাই সবার কাছে স্যুট, ব্লেজার ও ট্রাউজারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি। করপোরেট জগতে ‘স্যুট মানেই ফিট এলিগেন্স’—এই আস্থা অর্জন করতে পারা ব্র্যান্ডটিতে নারী ও পুরুষ উভয়ের পোশাকের কালেকশন রয়েছে। মেয়েদের পোশাকের বৈশিষ্ট্য আলাদা, তাই তাদের পোশাক ফিমে নামে ফিট এলিগেন্সে পাওয়া যাচ্ছে। ফিমেতে নারীদের জন্য রয়েছে দুটি কুর্তি কালেকশন—ভাইব্র্যান্ট ও ওয়াজা নামে। রেডিমেডের পাশাপাশি টেইলর মেইড সার্ভিসও রয়েছে ব্র্যান্ডটির। যেখানে নিজস্ব পছন্দ অনুযায়ী পারফেক্ট মাপে স্যুট, ব্লেজার, প্যান্ট বা শার্ট বানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে সবার জন্য। ফরমাল পোশাকের পাশাপাশি ফিট এলিগেন্সে রয়েছে যাদীদ নামে পুরুষদের পাঞ্জাবি ও কাবলি কালেকশন। বর্তমানে ব্র্যান্ডটির সব শোরুমে এগুলো পাওয়া যাচ্ছে। দেশের সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে ফিট এলিগেন্স তাদের কালেকশনে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য সংযোজন করে। ফলে টাই, সকস এবং পারফিউমও মিলবে পণ্যতালিকায়। দেশের ফ্যাশন জগতের পাশাপাশি অর্থনীতিতেও প্রতিনিয়ত অবদান রেখে চলছে ব্র্যান্ডটি। শুধু দেশের ক্রেতাদের মাঝেই নয়, বিদেশি অনেক ক্রেতার কাছেও সমাদৃত ফিট এলিগেন্স। অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে—এমনটাই আত্মবিশ্বাস এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

মডেল: মৃদুলা, এফা, অপু, অর্কিড, লিয়া ও ইলিয়াস
ফ্যাসিলিটেটর: নুসরাত শ্রাবণী
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

ওয়েবসাইট: https://www.fitelegance.com
ফেসবুক: https://www.facebook.com/FIT.ELEGANCE
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/fit_elegance
কেয়ার লাইন: ০১৮৪-৪২২২২১৩, ০১৮৪-৪২২২২১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top