পোর্টফোলিও I টুয়েলভ
ফ্যাশন-সচেতনতার যুগে, ফ্যাশনপ্রেমীদের আরামদায়ক ও মানসম্মত পোশাক উপহার দিতে ২০১২ সালের ডিসেম্বরে সূচনা ঘটে টুয়েলভের। ক্রেতা ও ভোক্তার পছন্দ এবং সাধ্যের সমন্বয় করে যুগোপযোগী পোশাকই এই ব্র্যান্ডের বৈশিষ্ট্য। এবার শীতে আধুনিক উইন্টার কালেকশন বাজারে এনেছে, ‘উইন্টার ভয়েজ’ শিরোনামে। ‘আ টেল অব ক্ল্যাসিকস’ সোগানকে সঙ্গী করে। কালার কম্পোজিশনে নিউট্রাল কালার প্লেটকে দেওয়া হয়েছে প্রাধান্য। এথনিক ও ওয়েস্টার্ন বিভাগে রয়েছে নতুনত্ব। পোশাক নকশায় পরিশীলতা ও বোল্ডনেস। বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার এবং শীতের বিশেষ নিট টি-শার্ট মিলছে। স্টাইলিশ ব্লেজারও। এথনিক বিভাগে মেনজ, উইমেন্স, কিডস গার্লস ও কিডস বয়েজ—এই চার মেজর ক্যাটাগরি, যেগুলোর কয়েকটি সাব-ক্যাটাগরিও রয়েছে। সঙ্গে যেকোনো অনুষ্ঠানের উপযোগী উৎসবের এবং সদ্যোজাত শিশুর জন্য তার ত্বকের সঙ্গে মানানসই পোশাকের সমাহার। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দিকেও নজর রেখে এক্সপোর্ট কোয়ালিটি নিশ্চিত করায় ব্র্যান্ডটির পোশাকের জয়ধ্বনি ছড়িয়ে পড়েছে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে ৪০টি আউটলেট রয়েছে এই ব্র্যান্ডের।
শাখা: ঢাকার বেইলি রোড, শ্যামলী, দক্ষিণ বনশ্রী, বনশ্রী, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, যমুনা ফিউচার পার্ক, খিলগাঁও, মিরপুর, পুলিশ প্লাজা, উত্তরা, ওয়ারী; ফরিদপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।
মডেল: নাজাহ নোয়ার, ইলিয়াস, ইকরা, অর্কিড, ইলা ও অপু
ফ্যাসিলিটেটর: নুসরাত শ্রাবণী
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
ওয়েবসাইট: www.Twelvebd.com
ফেসবুক: www.facebook.com/Twelvebd
ইনস্টাগ্রাম: twelveclothinglifestyle
কেয়ার লাইন: ০১৯৭৭৮৯৩৫৮৩