skip to Main Content

পোর্টফোলিও I ভারগো

দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। ব্র্যান্ডটি শুরু থেকে ফ্যাশনপ্রেমীদের মাঝে ব্যাপক সমাদৃত। ২০১৮ সালে যাত্রা শুরু করে ভারগো রিটেইল লিমিটেড। শীতে এর চমৎকার কালেকশন লুককে করে তুলতে পারে আরও আকর্ষণীয় ও আরামদায়ক।
ভারগো সব বয়সী ক্রেতাদের জন্য মানসম্মত পোশাক তৈরি করে। ব্র্যান্ডটি তার অনন্য নকশা, উচ্চমান এবং নিখুঁত ডিটেইলিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। শীতকালীন কালেকশনে রয়েছে এথনিক, মডার্ন ও ফিউশন স্টাইলের সমাহার। ঢাকাসহ সারা দেশে ১২টি আউটলেট রয়েছে ব্র্যান্ডটির। এ ছাড়া ঘরে বসেই অনলাইনে ব্র্যান্ডটির পছন্দের পোশাক কেনা সম্ভব। এই শীতে ভারগোর কালেকশন ফ্যাশন সচেতনদের ওয়্যারড্রোবকে করে তুলতে পারে আরও স্টাইলিশ।
শাখা: বসুন্ধরা সিটি (লেভেল ২ ও ৩), পান্থপথ, ঢাকা; ল্যান্ডমার্ক রিং টাওয়ার, প্লট-৩২-৩৫ প্রবাল হাউজিং, রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা; ৮ সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ৯, উত্তরা, ঢাকা; স্টার সিটি শপিং কমপ্লেক্স, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা; নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী, বরিশাল, ফেনী, বগুড়া।
মডেল: ইকরা, অপু, এফা, অর্কিড, লিয়া ও ইলিয়াস
ফ্যাসিলিটেটর: নুসরাত শ্রাবণী
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
ফেসবুক: virgoretail
ওয়েবসাইট: www.virgobd.com
ইনস্টাগ্রাম: virgo_retail
কেয়ার লাইন: ০১৯৬০৮৮৮৯৯৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top