হরাইজন
লুই ভিতোঁর প্রি-ফল ২০২৫ মেনস কালেকশনের পর্দা উন্মোচন
ডিসেম্বরের প্রথম সপ্তাহে হংকং শহরে প্রদর্শিত হয়েছে লুই ভিতোঁর ২০২৫ মেনস কালেকশন। যত্নের সঙ্গে সেলাই করে তৈরি করা হয়েছে প্রতিটি পোশাক। পুরো সংগ্রহ সমুদ্রের রঙে প্রাণিত। প্রোডাক্ট লাইনে আছে ডাবল ব্রেস্টেড জ্যাকেট, হাওয়াইন শর্ট সেট, সারফার প্রিন্ট, সাইডওয়ে সেইলর হ্যাট, বিচ জুয়েলারি যেমন ব্রেসলেট ও নেকলেস। পরিকল্পনায় প্রভাব রেখেছে ট্রপিক্যাল হলিডে। গ্রীষ্মের ছুটির আরামদায়ক দিনগুলোকে মনে করিয়ে দেবে প্রতিটি পোশাকের প্রিন্ট আর কাটিং। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়েই এই কালেকশন। পোশাকে লোগো ব্যবহার করা হয়েছে মনোগ্রাফিক স্টাইলে। অহেতুক অতিরঞ্জনকে বিদায় জানাতে।
এইচঅ্যান্ডএম X স্কুইজম্যালোস
সুইডিশ রিটেইলার ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের নতুন কালেকশন এসেছে বাজারে। সঙ্গত দিয়েছে আমেরিকান টয় ব্র্যান্ড জ্যাজওয়ার্স। লেবেলটির বিখ্যাত প্রোডাক্ট লাইন স্কুইজম্যালোস। প্লাস সাইজ সফট টয়। প্রতিটি পিস আনকোরা। সেখান থেকে উৎসাহিত হয়েছে এইচঅ্যান্ডএম। কোলাবোরেশনে তৈরি করেছে নতুন সংকলন। প্রোডাক্ট লাইনে উজ্জ্বল অ্যাপারেল আর অনুষঙ্গ। মোট ডিজাইন ৪২টি। ক্রেতা হিসেবে প্রাধান্য পেয়েছে শিশু ও টিনেজাররা। এই বয়সীদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে এ ধরনের আদরে ভরপুর খেলনাগুলো। বিষয়টি মনে রেখেই জ্যাজওয়ার্স তৈরি করেছে এই কালেকশন। সেখানে আছে স্লিপার, পাজামা, পোশাক, কানের জন্য ইয়ারমাফস, হুডি।
পুমার বায়োডিগ্রেডেবল এক্সপেরিমেন্টাল স্নিকার
স্পোর্টসওয়্যার কোম্পানি পুমা জার্মানিতে লঞ্চ করেছে এক্সপেরিমেন্টাল সোয়েড স্নিকার। এতে ব্যবহার করা হয়েছে ছাগলের চামড়া আর হেম্পের পশম। পুমা টিম ছয় মাসের জন্য সেই স্নিকার ব্যবহার করতে দেয় কয়েকজন স্বেচ্ছাসেবককে। ফুটওয়্যারগুলোর ব্যবহার কতটা আরামদায়ক ও টেকসই, তা নিশ্চিত হওয়ার জন্য। গবেষণা সম্পন্ন হওয়ার নির্দিষ্ট সময় পর ব্র্যান্ডটি এই জুতা মেশিনে গুঁড়িয়ে ফেলে। তারপরে বিভিন্ন প্রক্রিয়ার সাড়ে তিন মাস পরে সেখান থেকে উচ্চ মানের সার প্রস্তুত হয়। ফ্যাশন বর্জ্য নিয়ে দুশ্চিন্তার এই সময়ে প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ পুমার।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ